• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    নিদাহাস কাপের আগেই প্রধান কোচ?

    নিদাহাস কাপের আগেই প্রধান কোচ?    

    চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজ প্রধান কোচ ছাড়াই খেলেছে বাংলাদেশ। খালেদ মাহমুদকে টেকনিক্যাল ডিরেক্টর নামে নতুন পদও দেওয়া হয়েছিল। এখন একজন প্রধান কোচের অভাব দারুণভাবে অনুভব করছে বাংলাদেশ- নিদাহাস কাপের আগেই একজনকে নিয়োগ দেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। 

    ‘আমরা এখনও চেষ্টা করছি। কালকেও আমরা যোগাযোগ করেছি দুইজনের সঙ্গে। এখন আইপিএল ছেড়ে কেউ আসতে চায় না। কোচ পাওয়া কঠিন। তবে যাদের সঙ্গে কথা হচ্ছে, চেষ্টা করছি নিদাহাস কাপের আগে প্রধান কোচ নিয়ে আসতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

    এর আগে কোচ নিয়োগের খুব কাছাকাছিই চলে গিয়েছিল বিসিবি, ‘এমনও হয়েছে কি, একটা কোচ আমরা চূড়ান্ত করে ফেলেছিলাম। কাল বিমানে ওঠার কথা। শেষ মুহুর্তে মনে হয়েছে কি, সে আসলে আমাদের সঙ্গে মিলবে না। পরে আমাদের পক্ষ থেকে থামানো হয়েছে। সামনা সামনি কথা না বলে কিছু চূড়ান্ত করাটা কঠিন। আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। নিদাহাস কাপের বাকি আছেই তো কয়েকদিন। এই ৮-১০ দিনের মাঝেই করতে হবে। সেটা পারব কিনা নিশ্চিত না, চেষ্টা করছি।’

    প্রধান কোচ না থাকায় দলে নেতৃত্বেও ঘাটতি দেখতে পাচ্ছেন তিনি, ‘একটা দলের সঙ্গে খেলতে হলে কৌশল থাকে। ওই কৌশল অনুযায়ী খেলতে হবে। কী ধরনের পিচে খেলবেন, কী ধরনের দল খেলাবেন। ওখানেই যদি আপনি নিশ্চিত না হন, একেকজনের মতামত শোনেন, ওই নেতৃত্ব যদি না থাকে- তাহলে তো সমস্যা। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। তবে একটা জিনিস পরিস্কার আমাদের একজন কোচ লাগবে। হাথুরুসিংহে সেরা কোচ। কিন্তু উনিই তো বিশ্বে একা না। এরকম আরও আছে। যিনি কিনা এই দলটাকে গুছিয়ে আগের মত আবার ভাল অবস্থায় নিয়ে আসবেন।’

    কোচিং প্যানেলের সদস্যরা ছাড়াও যার ওপর ছিল সবচেয়ে বড় দায়িত্ব, সেই টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে ব্যক্তিগতভাবে আর আগ্রহী নন তিনি। তবে এ ব্যাপারে কিছু জানেন না বিসিবি প্রেসিডেন্ট, ‘তার হয়তো ব্যক্তিগত অভিমত দিয়েছে। আমাকে কিছু বলেনি।’ তার দায়িত্ব পালনে বিসিবি সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, ‘আপনাকে দায়িত্ব দিলেও আপনি চেষ্টা করবেন। তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। কিন্তু কথা হচ্ছে এটাই যথেষ্ট নয়। এরচেয়ে ভাল দরকার।’

    নিদাহাস কাপের জন্য পূর্ব-পরিকল্পিত ক্যাম্পের সময়ও এগিয়ে আনা হচ্ছে, ‘২৮ তারিখের দিকে ক্যাম্প ডাকবে বলে জানিয়েছিল, আমার কাছে মনে হয় এটা যথেষ্ট নয়। আমরা শ্রীলঙ্কার সঙ্গে খেলতে যাচ্ছি ওদের মাঠে। ভারত আছে দুর্দান্ত ফর্মে। এরকম শক্তিশালী দলের সাথে এরকম গা ছাড়া ভাবে হবে না, ঘুরে দাঁড়াবার চেষ্টা করতে হবে। আমি কোর্টনি ওয়ালশকে বলেছি ১৪ জন পেসারকে পরশু থেকে ক্যাম্পে ডাকতে। প্রিমিয়ার ডিভিশনে যারা খেলছে, তারা আসবে। কয়েকজন ব্যাটসম্যানকেও আমরা ডাকব, যাদের মনে করছি উন্নতি করা যেতে পারে। পরশু থেকেই ক্যাম্প শুরু হচ্ছে একডেমিতে, যেদিন খেলা আছে সেদিন ছেড়ে দেওয়া হবে, ক্লাবের অসুবিধা হবে না। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ক্যাম্পটা। আমাদের বোলিং ভালো হয়নি, আর ব্যাটিংয়ে আমার মনে হয়েছে তারা খুব স্বাচ্ছন্দ্যে ছিল না। বিশেষ করে টি-টোয়েন্টিতে।’