• দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ
  • " />

     

    ডুমিনি-ক্লাসেনে সিরিজে ফিরল আফ্রিকা

    ডুমিনি-ক্লাসেনে সিরিজে ফিরল আফ্রিকা    

    স্কোর

    ভারত ২০ ওভারে ১৮৮/৪( পান্ডে ৭৯*,ধোনি ৫২*, ডালা ২/২৮)

    দক্ষিণ আফ্রিকা ১৮.৪ ওভারে ১৮৯/৪ ( ডুমিনি ৬৪*, ক্লাসেন ৬৯, উনাদকাট ২/৪২)

    ফল- দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী


    ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও পরাজয় চোখ রাঙ্গানি দিচ্ছিল। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল দারুণভাবে। ভারতীয় বোলারদের তুলোধুনো করে সিরিজে সমতা আনল জেপি ডুমিনির দল। সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

    ১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানেই ফেরেন আফ্রিকার দুই ওপেনিং ব্যাটসম্যান। ভারতের হাসি ওইটুক পর্যন্তই। ডুমিনি ও হেনরিক ক্লাসেনের ৪৯ বলে ৯৩ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রোটিয়ারা। দুজন রীতিমত তান্ডব চালিয়েছেন ভারতের বোলারদের ওপর। ঝড়টা সবচেয়ে বেশি গেছে চাহালের ওপর দিয়ে, ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান! এক ভুবনেশ্বর কুমার ছাড়া ভারতের সবাই ছিলে খরুচে, ইকোনমি রেট ছিল ৭ এর ওপরে। 

    ৩ চার ও ৭ ছয়ে ৩০ বলে ৬৯ করেছেন ক্লাসেন। ১৪তম ওভারের প্রথম বলে যখন জয়দেব উনাদকাটের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন, ততক্ষণে ম্যাচ অনেকটাই আফ্রিকার নাগালে। ক্লাসেনের রেখে যাওয়া কাজটা শেষ করেছেন ডুমিনি। ৬৪ রানে অপরাজিত থেকেছেন, সাথে ছিলে ১৬ রান করা ফারহান বেহারডিয়েন। ৮ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় তারা। 

    গত ম্যাচের মতো কালও টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ৪৫ রানের মাঝেই ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। ভারতের বড় ইনিংসের পুরো কৃতিত্বটাই মনিশ পান্ডে ও ধোনির জুটির। দুজনের ৫৬ বলে ৯৮ রানের দুর্দান্ত এক জুটিতেই ভারতের স্কোর দাঁড়ায় ১৮৮ রান। ৬ চার ও ৩ ছয়ে ৪৮ বলে ৭৯ করে অপরাজিত ছিলেন পান্ডে, ধোনিও খেলেছেন ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। শেষ পর্যন্ত তাঁদের ইনিংস বৃথাই গেছে।