ইমরুল-মুমিনুল-গুরকিরাতের ফিফটিতে ম্লান দেবব্রতর সেঞ্চুরি
ব্রাদার্স-গাজী গ্রুপ, বিকেএসপি
টস- গাজী গ্রুপ (ফিল্ডিং)
ব্রাদার্স ২৭৩/৫, ৫০ ওভার (দেবব্রত ১১২, ইয়াসির ৫৪, কাপালি ৪১, নাঈম ২/২৯, রুহেল ২/৫৬)
গাজী গ্রুপ ২৭৬/৮, ৪৯.১ ওভার (গুরকিরাত ৭১, ইমরুল ৬৫, মুমিনুল ৫৭, মেহেদি ২/৪৯, খালেদ ২/৫৭)
ফল- গাজী গ্রুপ ২ উইকেটে জয়ী
এক মাঠে আবাহনীর জন্য যথেষ্ট হলো ২৭০ রান, বিকেএসপির অন্য মাঠে ২৭৩ রান করেও হারলো ব্রাদার্স ইউনিয়ন। দেবব্রত দাসের সেঞ্চুরিকে ম্লান করে দিয়েছে ইমরুল-মুমিনুল-গুরকিরাতের তিন ফিফটি। টানা তিন ম্যাচ হারল ব্রাদার্স, দুই ম্যাচ হারার পর জিতল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
টসে জিতে ফিল্ডিং নিয়ে গাজী গ্রুপ ৩৫ রানেই নিয়েছিল ২ উইকেট, দেবব্রতর সঙ্গে এরপর হাল ধরেন জুনাইদ সিদ্দিক। ৪৩ রান করে নাঈম হাসানের বলে এলবিডাব্লিউ হয়েছেন জুনাইদ। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন দেবব্রত, লিস্ট এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে। ৭ চার ও ৬ ছয়ে ১০৯ বলে ১১২ রান করেছেন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন ৪১ রান করা অলোক কাপালি ও ৫৪ রান করা ইয়াসির আলি।
১৩ রানে শুরুর ধাক্কা খেয়েছিল গাজী গ্রুপ। ইমরুলের সঙ্গে মুমিনুলের ১২১ রানের জুটি এরপরই। ইফতেখার সাজ্জাদের বলে ইমরুল ক্যাচ দিয়েছেন ৬৫ রান করে। আর ক্যারিয়ারে প্রথমবার হিট-উইকেট হয়েছেন মুমিনুল, ৫৭ রান করে কাপালির বলে। ২০ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল গাজী গ্রুপ, সেখান থেকে তাদের উদ্ধার করেছেন গুরকিরাত সিং।
২৩৪ থেকে ২৩৫- এই ১ রানের মাঝেই ৩ উইকেট হারিয়ে আবার বিপদে পড়েছিল গাজী গ্রুপ। গুরকিরাতকে এবার দারুণ সঙ্গ দিয়েছেন নাঈম, ১৯ বলে ১১ রান করে ছিলেন অপরাজিত। ৯ম উইকেটে দুইজনের ৪১ রানেই জয় পেয়েছে গাজী গ্রুপ। ৮৮ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ভারতের হয়ে ৩টি ওয়ানডে খেলা গুরকিরাত।