• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    তিন ফিফটির পর মোশাররফ-আফিফের স্পিনে কুপোকাত দোলেশ্বর

    তিন ফিফটির পর মোশাররফ-আফিফের স্পিনে কুপোকাত দোলেশ্বর    

    লিজেন্ডস অব রুপগঞ্জ-প্রাইম দোলেশ্বর, মিরপুর
    টস- দোলেশ্বর (ফিল্ডিং)
    রুপগঞ্জ ২৭২/৭, ৫০ ওভার (নাঈম ৭৮, মুশফিক ৬৫, মজিদ ৫৯, আরাফাত সানি ২/৪০, ২/৭৫)
    দোলেশ্বর ২১৭ অল-আউট, ৪৭.৫ ওভার (শরীফুল্লাহ ৪১, ইমতিয়াজ ৩৫, মোশাররফ ৪/৪০, আফিফ ৩/৪৬)
    ফল- রুপগঞ্জ ৫৫ রানে জয়ী 


    প্রিমিয়ার লিগের এদিনের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচেও প্রথমে ব্যাট করা দল তুলেছে ২৭০ এর ঘরে রান। অন্য দুই ম্যাচের একটিতে জিতেছে আবাহনী, আরেকটিতে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। লিজেন্ডস অব রুপগঞ্জ অনুসরণ করলো আবাহনীকেই, ২৭২ রানের পুঁজি নিয়ে প্রাইম দোলেশ্বরকে ৫৫ রানে হারিয়েছে তারা। মজিদ, মুশফিক, নাঈমের ফিফটির পর মোশাররফ ও আফিফের স্পিনের জবাব দিতে পারেনি দোলেশ্বর। 

    টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দোলেশ্বর, তবে শুরুর আঘাতটা করতে পারেননি তাদের বোলাররা। ৫২, ৬৮, ৯২- প্রথম তিন উইকেটেই মজিদ, মোহাম্মদ নাইম, নাঈম ইসলাম ও মুশফিক মিলে তুলেছেন ২২২ রান। মজিদ করেছেন ৭৫ বলে ৫৯, নাঈম ৯৫ বলে ৭৮ ও মুশফিক করেছেন ৬৭ বলে ৬৫ রান। শেষ ওভারে গিয়ে ৩ উইকেট হারিয়েছে রুপগঞ্জ, তবে সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২৭২ রানে। 

    রুপগঞ্জের উল্টো চিত্র দোলেশ্বর ইনিংসে, ৮০ রানের মাঝেই তারা হারিয়েছে প্রথম ৫ উইকেট। ৮ জন দুই অঙ্ক ছুঁয়েছেন, তবে ৮ নম্বরে নামা শরীফুল্লাহর ৪১ রানের ইনিংসই সর্বোচ্চ, এরপর ইমতিয়াজের ৩৫। ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ, ৪৬ রানে ৩টি নিয়েছেন আফিফ। ৪৮তম ওভারে গিয়ে অল-আউট হয়ে গিয়েছে দোলেশ্বর। 

    পাঁচ ম্যাচে রুপগঞ্জের এটি তৃতীয় জয়, আর দ্বিতীয় পরাজয় দোলেশ্বরের।