'আমিই ইউনাইটেডের বস!'
দুজনের মনমালিন্যটা ক্রমেই স্পষ্ট হয়েছে গত কয়েক ম্যাচে। পল পগবার ওপর জমে থাকা ক্ষোভটা এবার ভালোভাবেই ঝেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে গতকাল অনুশীলনের সময় বেশ ভালোই বাকবিতণ্ডা হয়েছে দুজনের মাঝে।
শেষ ম্যাচ ম্যাচের ৩টিতেই প্রথম একাদশে ছিলেন না, দুবার বদলিও করা হয়েছে ৯০ মিনিটের আগেই। এসব নিয়ে অনুমেয়ভাবেই খুব একটা খুশি ছিলেন না পগবা। এফ এ কাপে হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থতার কারণে স্কোয়াডে ছিলেন না। এরপর সেভিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে একাদশে রাখেননি মরিনহো। আন্দ্রে হেরেরা ইনজুরিতে পড়লে ১৭ মিনিটের মাথায় মাঠে নামেন পগবা।
গতকাল অনুশীলনের সময় কিছুটা কথা কাটাকাটি হয় পগবা-মরিনহোর। তখন রেগে গিয়ে পগবাকে মরিনহো বলেন, ‘আমিই ইউনাইটেডের বস! বেশি সমস্যা হলে বের হওয়ার গেটের দিকে একবার তাকাও।’
আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে চেলসির মুখোমুখি হবে মরিনহোর দল।