শুভাগতদের কাছে পাত্তা পেল না কলাবাগান
কলাবাগান-শাইনপুকুর, মিরপুর
টস- কলাবাগান (ব্যাটিং)
কলাবাগান ২৩২/৯, ৫০ ওভার (আকবর ৭১, মাহমুদুল ৫২, আবুল ৪৭, শুভাগত ৩/৩৪, নাঈম ২/৩৩)
শাইনপুকুর ২৩৩/৪, ৪২.৪ ওভার (আফিফ ৬৭, হৃদয় ৬৩, আবুল ১/২৯, সনজিত ১/৪২)
ফল- শাইনপুকুর ৬ উইকেটে জয়ী
মিরপুরে কলাবাগানের বিপক্ষে সহজ জয় পেয়েছে শাইনপুকুর। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে তারা, আবাহনীর পরই। আর ৫ ম্যাচে ৪টিতেই হেরে টেবিলের তলানীতে কলাবাগান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যর্থ হয়েছে কলাবাগানের, প্রথম তিন ব্যাটসম্যান মিলে করেছেন ৩ রান। পাকিস্তানী ব্যাটসম্যান আকবর-উর-রেহমানের পর মাহমুদুল হাসানের ফিফটি, শেষের দিকে আবুল হাসানের অপরাজিত ৪৭ রানের ঝড়ো ইনিংসে ২৩২ রান তুলতে পেরেছিল কলাবাগান। ৯১ বলে ৭১ রান করেছেন আকবর, ৫ম উইকেটে তাইবুরের সঙ্গে যোগ করেছেন ৬৪ রান। মাহমুদুল করেছেন ৬৫ বলে ৫২ রান।
শেষ ৪৬ বলে কলাবাগান তুলেছে ৬৯ রান, যার মূল ভূমিকা আবুলের ইনিংসের। ৬ চার ও ১ ছয়ে ২৭ বলে ৪৭ রান করেছেন তিনি। শাইনপুকুরের শুভাগত হোম নিয়েছেন ৩ উইকেট, নাঈম ইসলাম জুনিয়র ও সুজন হাওলাদার নিয়েছেন দুইটি করে।
ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল শাইনপুকুর। দলীয় ০ রানেই ফিরেছেন ওপেনার সাব্বির হোসেন, ৪৫ রানের মাথায় উদয় কউল। সাদমান ও তৌহিদ হৃদয় ৩য় উইকেটে যোগ করেছেন ৬০ রান। এরপর আফিফের সঙ্গে হৃদয়ের জুটি ৮৪ রানের, যেটা ভেঙেছে মাহমুদুলের বলে ৬৩ রান করে হৃদয় ক্যাচ দেওয়ায়।
এরপর শুভাগতকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেছেন আফিফ। ৬ চার ও ২ ছয়ে ৭০ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন আফিফ। ৪ চার ও ১ ছয়ে ২৪ বলে ৩০ রান শুভাগতর। ম্যাচসেরাও হয়েছেন তিনিই।