পানি খুঁজতে গিয়ে গোল খেলেন গোলরক্ষক
জার্মান ফুটবলের দ্বিতীয় স্তরের ম্যাচ। ডুইসবার্গের মাঠে খেলতে গেছে ইংলোস্ট্যাড। পয়েন্ট তালিকার ৭ আর ৮ নম্বরে থাকা দুই দলের ম্যাচ নিয়ে আকর্ষণ না থাকাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ শেষে সে ম্যাচই হয়ে গেল শিরোনাম। আসলে দুই দলের খেলার জন্য নয়, শিরোনাম হয়েছেন ডুইসবার্গের গোলরক্ষক মার্ক ফ্লেকেন।
German side Duisburg concede stuning goal against FC Ingolstadt 04 as goalkeeper has a drink #MSVFCI pic.twitter.com/do2NB8vFw7
— Andrioaie Cosmin (@hippy_st) February 24, 2018
১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ইংলোস্ট্যাডের জালে আরও একবার বল ঢুকিয়েছিল ডুইসবার্গ। কিন্তু রেফারির সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। পরে সেখান থেকেই খেলা শুরু করে দেয় ইংলোস্ট্যাড। অন্যপ্রান্তে ডুইসবার্গ গোলরক্ষক ফ্লেকেন তখন ব্যস্ত নিজের গোললাইনের পেছনে পানির বোতল খুঁজতে। ইংলোস্ট্যাড ডিফেন্ডারের বাড়ানো লম্বা বল ততোক্ষণে এসে পৌঁছে গেছে ডুইসবার্গের ডিবক্সের ঠিক বাইরে। কিন্তু বলটা পেয়েছিলেন ডুইসবার্গের ডিফেন্ডার গেরিত নবার্গ। তার পেছনেই ছিলেন ইংলোস্ট্যাড স্ট্রাইকার স্টেফান কুতশকে। বিপদ এড়াতে তাই গোলরক্ষক ফ্লেকেনের উদ্দ্যেশে হেড করে বলটা দিয়েছিলেন ডিফেন্ডার নবার। কিন্তু ফ্লেকেন তখনও নিজের জালের ভেতর ব্যস্ত পানি পান করতে! সামনের দিকে ফিরে তাকিয়ে দেখেন তার দিকে ধেয়ে আসছে বল, ধেয়ে আসছেন কুতশেকও! ইংলোস্ট্যাড স্ট্রাইকারের আলতো টাচে সোজা সেই বল ঢুকে গেল জালে। আর এসবকিছু হয়ে গেল মুহুর্তের মধ্যে, গোলবারের মধ্যে দাঁড়িয়ে থেকে তাকিয়ে তাকিয়ে পানির সাথে গোলটাও হজম করলেন ফ্লেকেন!
ম্যাচশেষে ফ্লেকেনকে দোষ দিতে পারবেন কমই। পরে কুতশেকের পেনাল্টি ঠেকিয়ে দিয়ে দলের জয়ের বড় অবদান রেখেছেন ফ্লেকেন। ডুইসবার্গও ম্যাচ জিতেছে ২-১ ব্যবধানে।