বাঁ পায়ে সালাহর রেকর্ড
এই মৌসুমে লিভারপুলের ম্যাচ মানেই যেন তাঁর গোল। গতকাল ওয়েস্ট হামের বিপক্ষেও সেটার ব্যতিক্রম ঘটেনি। তবে মোহামেদ সালাহর করা গোলটি জন্ম দিয়েছে নতুন এক কীর্তির। কালকের ওই গোলের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে বাঁ পা দিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করলেন সালাহ।
৫১ মিনিটে অ্যালেক্স চেম্বারলাইনের পাসে বল জালে জড়িয়ে এই মৌসুমে লিগের ২৩ম গোল করেন সালাহ। এই ২৩ গোলের মাঝে ২০টিই এসেছে সালাহর বাঁ পা থেকে! প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে বাম পা দিয়ে করা এটিই সর্বোচ্চ গোল।
আগের রেকর্ডটিও ছিল লিভারপুলের ফুটবলারেরই। ১৯৯৪-৯৫ মৌসুমে ইংলিশ ফরোয়ার্ড রবি ফাউলার ২৫ ম্যাচে বাঁ পা দিয়ে করেন ১৯ গোল। পরের মৌসুমে ফাউলারের বাম পায়ে আসে ২৮ ম্যাচে ১৬ গোল।
২০১২-১৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রবিন ফন পার্সি ২৬ ম্যাচে বাঁ পায়ে করেন ১৮ গোল। ২০১১-১২ মৌসুমেও ৩০ ম্যাচে আর্সেনালের হয়ে পার্সির বাঁ পায়ের গোলসংখ্যা ছিল ১৭। ২০১৩-১৪ মৌসুমে টটেনহামের হয়ে গ্যারেথ বেল বাঁ পায়ে করেন ২১ ম্যাচে ১৬ গোল।