নিষিদ্ধ হতেও রাজি আছেন গার্দিওলা
প্রথমবার সতর্ক করা হয়েছিল গত ডিসেম্বরে। তিনদিন আগে এফ এ কাপের ম্যাচে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে হলুদ রিবন পরে আবারও সতর্কবার্তা পেয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। সেই বিতর্ক কাটতে না কাটতে গতকাল আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে তাঁর গায়ে দেখা গেলো সেই রিবনটাই। গার্দিওলা বলছেন, ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা ইউয়েফা তাকে নিষিদ্ধ করলেও এই প্রতিবাদ জানানো বন্ধ করবেন না।
স্বাধীন কাতালুনিয়ার সমর্থনে গার্দিওলার ওই রিবন ভালোই বিপদ ডেকে এনেছে, এক সপ্তাহের ভেতর জবাবদিহিও করতে হবে তাকে। গার্দিওলা অবশ্য শাস্তির ব্যাপারে একদমই মাথা ঘামচ্ছেন না, ‘আমি যদি নিয়ম ভঙ্গ করে থাকি সেটা মাথা পেতে নেব, জরিমানা করলে সেটাও দেবো। কিন্তু এই প্রতিবাদ জানানো বন্ধ করব না। এর জন্য যদি ফিফা, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা ইউয়েফা আমাকে নিষিদ্ধ করে তাতেও আমার কিছুই যায় আসে না।’
‘মানুষ’ হিসেবে কাতালান স্বাধীনতাকামীদের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব মনে করেন গার্দিওলা, ‘কাতালানের বহু মানুষ জেলে আছে এই আন্দোলনের জন্য। স্বাধীনতার জন্য প্রতিবাদ করায় তাঁদের শাস্তি পেতে হচ্ছে। ইংল্যান্ডও তো স্কটল্যান্ডের মানুষকে স্বাধীনতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দিয়েছিল! এটা কোনো রাজনৈতিক ইস্যু না। ফুটবল দলের কোচ হলেও আমিও তো একজন মানুষ! এসব আমাকেও ছুঁয়ে যায় প্রতিনিয়তই।’