আর্সেনালের কোচ হতে চান অঁরি
‘ওয়েঙ্গার হটাও’ স্লোগানটাআর্সেনালে চলছে বহুদিন ধরেই। গতকাল ম্যানচেস্টার সিটির কাছে ক্যারাবাও কাপে হারের পর আবারও আর্সেন ওয়েঙ্গারের কোচ থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। সাবেক আর্সেনাল ফরোয়ার্ড থিয়েরি অঁরি বলছেন, ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনালের নতুন কোচ হতে প্রস্তুত তিনি।
ওয়েঙ্গারের অধীনেই ৮ বছর খেলেছেন গানারদের হয়ে। ২৫৮ ম্যাচে অঁরির গোল ১৭৫টি। নিজের ‘ঘরে’ ফিরতে পারলে সেটা স্বপ্নের মতই হবে বর্তমানে বেলজিয়ামের সহকারি কোচের দায়িত্ব পালন করা অঁরির কাছে, ‘এখন আমি বেলজিয়ামের সাথে কাজ করছি। কিন্তু আর্সেনালের কোচ হওয়ার ব্যাপারটা সবসময় মাথায় আছে। এটা তো আমার কাছে একটা স্বপ্নের মতো! যেহেতু আমি একটা দলের সাথে কাজ করছি তাই আর্সেনালকে নিয়ে এসব বলা ঠিক হবে না। আর আর্সেনালের ম্যানেজারের পদে যিনি আছেন তার ওপর সম্মান দেখিয়েও আমি চাকরিটা যেতে পারি না! তবে আর্সেনালের কোচ হতে কে না চায়!’
আর্সেনালের সাথে ওয়েঙ্গারের চুক্তি আছে ২০১৯ সাল পর্যন্ত। তবে গুঞ্জন উঠেছে, এই মৌসুমে দলকে চ্যাম্পিয়নস লিগে পৌঁছাতে না পারলেই নাকি বরখাস্ত হতে পারেন তিনি।