• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শিরোপা জিতে সমালোচনার জবাব দিতে চান লুকাকু

    শিরোপা জিতে সমালোচনার জবাব দিতে চান লুকাকু    

    প্রিমিয়ার লিগে করে ফেলেছেন ১৩ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে ২২। যে গতিতে এগুচ্ছেন তাতে মৌসুম শেষে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলার কথা রোমেলু লুকাকুর। তবুও সমালোচনা পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের। গতকাল চেলসির বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর লুকাকু বলছেন সমালোচনার জবাব দিতে শিরোপাই জিততে হবে তাকে। 

    ৭৫ মিলিয়ন পাউন্ডে এভারটন থেকে ইউনাইটেডে যোগ দেওয়ার পর গোল করার কাজটা ঠিকঠাকই করছেন লুকাকু। নিজেকে আলাদা করে প্রমাণ করার কিছু নেই বলেই মনে করছেন তিনি। "আমি অনেকদিন ধরেই খেলছি। মাত্র ১৬ বছর বয়সে আমি খেলা শুরু করেছি। প্রতিবছর মানুষ আমার কাছে ২০ গোল করে আশা করে। এই কাজটাই আমি গত ১০ বছর ধরে টানা করে চলেছি। তাই মনে হয় আমার প্রমাণ করার কিছু নেই।" 

    ক্যারিয়ারে ৩৫৭ ম্যাচ খেলে এরই মধ্যে ১৬৭ গোল করে ফেলেছেন বেলজিয়ান স্ট্রাইকার। একারণেই বোধ হয় সমর্থকদের কাছ থেকে আরেকটু বেশি শ্রদ্ধাও চাইছেন লুকাকু, "আমি আরেকটু বেশি শ্রদ্ধা আশা করি। আসলে আমাদের অবস্থার কারণেই হয়ত সেটা পাই না। আমি সমালোচনায় কান দেই না। আমি শুধু উন্নতি করতে চাই, যাতে ফুটবল মাঠে নিজের সামর্থ্য দেখাতে পারি আমি।"

     

     


    কী করলে প্রাপ্য সম্মানটা পাবেন? এমন প্রশ্নের জবাবও সরাসরি দিয়েছেন লুকাকু। "আমি শিরোপা জিততে চাই। যতদিন আমি জিতব আর আমার দলের জয়ে নেতৃত্ব দিতে পারব তখনই আমার স্বস্তি আসবে।

    "খেলোয়াড় হিসেবে আমি একা কিছু করতে চাই না। আমার মনে হয় আমরা এখন যাদেরকে ফুটবলার হিসেবে মনে করি, সবাই কিছু না কিছু জিতেছে। আমিও তাঁদের দলের একজন হতে চাই।"

    গতকাল যে চেলসিকে হারিয়েছেন লুকাকু, গ্রীষ্মের দলবদলে আরেকটু হলেই সেখানেই যোগ দিতেন তিনি। চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তেও তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিলেন। চেলসিতে না গিয়ে ম্যান ইউনাইটেডে যোগ দিয়ে ঠিক কাজটাই করেছেন বলে বিশ্বাস করেন লুকাকু, "যখন সিদ্ধান্ত নেই তখন আমি হৃদয় আর মাথা খাটিয়েই নেই। আমি এখানে বেশ ভালোই আছি। সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা তো দেখতেই পাচ্ছেন।"