ফজলের সেঞ্চুরিতে ম্লান নুরুলের সেঞ্চুরি
প্রাইম দোলেশ্বর ২৯৩/৬, ৫০ ওভার (ফজলে ১২০*, লিটন ৬৯, রবিউল ২/৩৬, আবু জায়েদ ১/৫৪)
শেখ জামাল ২৩৭ অল-আউট, ৪৫ ওভার (নুরুল ১০০, হাসানুজ্জামান ৩৬, ফরহাদ ৪/৫৬, আরাফাত ২/৫১)
ফল- দোলেশ্বর ৫৬ রানে জয়ী
টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন আজই, পেলেন সেঞ্চুরিও। তবে নুরুল হাসানের সেই সেঞ্চুরি শেষ পর্যন্ত বৃথাই গেছে, জেতাতে পারেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ফজলে মাহমুদের সেঞ্চুরিতে ২৯৩ রান করা প্রাইম দোলেশ্বর জিতেছে ৫৬ রানে। এ জয় দিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে দোলেশ্বর। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে শেখ জামাল।
টসে জিতে ফিল্ডিং নিয়ে সুবিধা করতে পারেনি শেখ জামাল, ইমতিয়াজ-লিটনের ওপেনিং জুটিতে দোলেশ্বর তুলেছে ৫১ রান। লিটন করেছেন ৬৯ রান, এর আগে এ মৌসুমে করেছেন একটি সেঞ্চুরি। তিনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ফজলে, ৫ চার ও ৬ ছয়ে ১০১ বলে করেছেন ১২০ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তৃতীয় সেঞ্চুরি তার। পাকিস্তানী ব্যাটসম্যান জোহাইব খানের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেছেন ৭১ রান। শেষের দিকে তাকে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ আরাফাত।
শেখ জামালের ব্যাটিংয়ের দুইটি অংশ- একদিকে নুরুল, অন্যদিকে বাকি সবাই। ৮২ রানে তারা হারিয়েছে ৫ উইকেট, ১০৬ রানে ৬টি। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতেই, ৪৫তম ওভারে ৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন নুরুল। শেষ আশাটাও শেখ জামালের নিভে গেছে ওখানেই, অল-আউট হয়ে গেছে সেই ওভারেই। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি নুরুলের। ৭ চার ও ১ ছয়ে ৮৮ বলে করেছেন ১০০ রান।
টপ অর্ডারে একটি, মিডল অর্ডারে একটি, লোয়ার অর্ডারে দুইটি উইকেট নিয়ে সবখানেই আঘাত করেছেন ফরহাদ রেজা। ৪ উইকেট নিতে খরচ করেছেন ৫৬ রান। ৫১ রানে দুই উইকেট নিয়েছেন আরাফাত সানি।