• প্রীতি ম্যাচ
  • " />

     

    অবসর ভেঙে ফিরছেন বুফন?

    অবসর ভেঙে ফিরছেন বুফন?    

    গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই ছিটকে গিয়েছিল ইতালি। সুইডেনের বিপক্ষে ম্যাচের পরেই চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। তবে খুব বেশিদিন ইতালির জার্সি থেকে দূরে থাকা হলো না তার। সবাইকে অনেকটা চমকে দিয়েই বুফন জানালেন, খুব তাড়াতাড়িই অবসর ভেঙে ইতালির জার্সি গায়ে ফিরতে পারেন তিনি!

     

    ২০১৮ বিশ্বকাপে পৌঁছাতে পারেনি আজ্জুরিরা। বাছাইপর্বের আগেই বুফন জানিয়েছিলেন, রাশিয়া বিশ্বকাপই হবে তার শেষ টুর্নামেন্ট। দল বিশ্বকাপে না যাওয়ায় বাছাইপর্বের প্লে-অফ শেষেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

     

     

     

    তবে দলের কথা ভেবেই আবার ফিরতে ইচ্ছুক বুফন, ‘আমার মনে হয় ইতালির প্রতি এখনও কিছু দায়িত্ব বাকি আছে। সামনেই দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ। আমি তো সেই সময় পরিবারের সাথে ছুটি কাটাতে যাবো ভেবেছিলাম। তবে জাতীয় দল যদি আমাকে চায়, তাহলে আমি অবশ্যই মাঠে নামব। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞতার দরকার হবে দলের। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই ফেরার সিদ্ধান্ত নিয়েছি।’

     

    আগামী মার্চেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইতালি।