• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপ না জিতলেও আফসোস থাকবে না রোনালদোর

    বিশ্বকাপ না জিতলেও আফসোস থাকবে না রোনালদোর    

    ২ বছর আগে দলকে এনে দিয়েছেন পরম আরাধ্য ইউরো শিরোপা। এবারের বিশ্বকাপ বাছাইপর্বেও ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যেই রাশিয়ার টিকেট পেয়েছে পর্তুগাল। বিশ্বকাপের বাকি আর কয়েক মাস। রোনালদো বলছেন, বিশ্বকাপ না জিতলেও তার ক্যারিয়ারে কোনো অপূর্ণতা থাকবে না।

     

     

     

    'বি' গ্রুপে ইরান, মরক্কো ও স্পেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। রাশিয়াতে নিজেদের ফেভারিট মানছেন না রোনালদো, ‘আমরা একদমই ফেভারিট নই। কাগজে কলমে ব্রাজিল, স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে ফুটবলে সবই সম্ভব। প্রথম লক্ষ্য হবে গ্রুপ পর্ব পার করা। এরপর কী হবে সেটা আমরা কেউই জানি না।’

     

    ক্লাবের হয়ে জিতেছেন সবকিছুই, আছে ৫টি ব্যালন ডি অরও। শুধু ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ ট্রফিটাকে। বিশ্বকাপ না জিতে অবসরে গেলেও কোনো অপ্রাপ্তি থাকবে না রোনালদোর ক্যারিয়ারে, ‘আমার মনে হয় না বিশ্বকাপ জেতা না জেতায় আমার ক্যারিয়ারে কোনো আফসোস থাকবে। ফুটবলে যা কিছুর স্বপ্ন দেখেছিলান সবই পূরণ হয়েছে। যদি এখন অবসরও নেই, তাতেও সন্তুষ্টি নিয়েই বিদায় বলব।’