• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ৬ মাস নিষিদ্ধ নাসরি

    ৬ মাস নিষিদ্ধ নাসরি    

    সাবেক ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল মিডফিল্ডার সামির নাসরিকে ফুটবল থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে ইউয়েফা। শিরায় নিষিদ্ধ তরল নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই শাস্তি পেলেন নাসরি। 

    ২০১৬ তে যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর সময় মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ স্টেরাইল ওয়াটার নিয়েছিলেন  সাবেক ফ্রেঞ্চ ফুটবলার। অ্যাথলেটদের জন্য ছয় ঘন্টা বিরতিতে ৫০ মিলিলিটার করে ওই তরল নেওয়ার সবুজ সংকেত থাকলেও নাসরি নিয়েছিলেন ৫০০ মিলিলিটার।

    ম্যানচেস্টার সিটি থেকে ধারে সেভিয়ার হয়ে খেলার সময় শীতকালীন ছুটিতে তখন যুক্তরাষ্ট্রে ছিলেন নাসরি। অসুস্থ্যতার জন্য নাসরির তখনকার বান্ধবী তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে সেখানেই এই চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার নাসরির সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরই অভিযোগ ওঠে নাসরির বিরুদ্ধে। সাধারণত এসব ক্ষেত্রে ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, নাসরি পার পেয়েছেন অল্পতেই। গত জানুয়ারিতে তার্কিশ ক্লাব আন্তালাসপোরের সাথে চুক্তি শেষ হওয়ার আপাতত ক্লাববিহীনই আছেন ৩০ বছর বয়সী ফুটবলার।