''মানুষ' প্রমাণিত হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হোক মেসিকে'
‘লিওনেল মেসি আসলে ভিনগ্রহের ফুটবলার।’ এই জীবনে মেসিকে হয়ত বহুবার শুনতে হয়েছে কথাটি। এবার ইরান জাতীয় দলের কোচ কার্লোস কুইরোজ মজা করেই বললেন, ‘মানুষ’ প্রমাণিত না হওয়া পর্যন্ত মেসিকে নিষিদ্ধ করা উচিত!
তাঁর বা পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। কুইরোজও মেসির কোটি ভক্তদের একজন। অতিমানবীয় মেসির ব্যাপারে তাই নিজের বিস্ময়ের কথা রাখঢাক না রেখেই বলছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি, মেসি অসাধারণ একজন ফুটবলার। তাঁর ফুটবল আসলেই ‘ভিনগ্রহের’! যদি তিনি মানুষ হতেন, তাহলে এরকম জাদুকরী ফুটবল খেলা অসম্ভব ব্যাপার হতো। ফিফার আসলে এই ব্যাপারে ভেবে দেখা উচিত। যতক্ষণ মেসিকে মানুষ হিসেবে প্রমাণ না করা যায় ততক্ষণ তাঁকে নিষিদ্ধ রাখাই ভালো না?’
২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার সাথে ড্রয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল কুইরোজের ইরান। তবে শেষ মুহূর্তে মেসি ম্যাজিকেই হারতে হয়েছে। সেই হারেও নাকি খুব একটা কষ্ট পাননি তিনি, ‘সাধারণত আমি হারতে একদমই পছন্দ করি না। তবে সেদিন ওরকম অনুভূতিটা আসেনি। চোখের সামনে যা দেখেছিলাম সেটা রীতিমতো জাদু! মেসির মতো এরকম একজনকে খেলতে দেখলে আসলে বুঝা যায় ফুটবল কি দারুণ একটা খেলা!'