• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    বৃথা গেল শুভাগতর প্রথম সেঞ্চুরি

    বৃথা গেল শুভাগতর প্রথম সেঞ্চুরি    

    শাইনপুকুর ২৮৮/৮, ৫০ ওভার (শুভাগত ১১৬, আফিফ ৬৮, সোহরাওয়ার্দি ৩/৬৮, খালেদ ২/৫৭)
    ব্রাদার্স ইউনিয়ন ২৮৯/৫, ৪৯.১ ওভার (মাইশুকুর ৮৮, দেবব্রত ৭৫, ইয়াসির ৪৫, রায়হান ২/৪৯)
    ফল- ব্রাদার্স ৫ উইকেটে জয়ী 


    পুরো স্কোরকার্ড দেখুন এখানে


    শুভাগত হোমের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, আফিফ হোসেনের ফিফটি ছাপিয়ে গেছে মাইশুকুর ও দেবব্রতর ফিফটির সঙ্গে ইয়াসিরের ৪৫ রানের ইনিংসে। শেষ ওভারে গিয়ে শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিগে এটি তৃতীয় জয় ব্রাদার্সের, সমানসংখ্যক জয় শাইনপুকুরেরও। 

    ৬৭ রানে ৪ উইকেট হারানো শাইনপুকুরের উদ্ধার হয়েছিল ৫ম উইকেটে আফিফ ও শুভাগতর ১৪৩ রানের জুটিতে। খালেদের বলে ক্যাচ দিয়ে প্রথমে ফিরেছেন টানা দ্বিতীয় ফিফটি করা আফিফ। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শুভাগত পূর্ণ করেছেন ৮৬ বলে, আউট হওয়ার আগে ১২ চার ও ৪ ছয়ে ৯৮ বলে করেছেন ১১৬ রান। শুভাগতরটি সহ ৩ উইকেট নিতে ৬৮ রান খরচ করেছেন সোহরাওয়ার্দি শুভ, খালেদ ২ উইকেট নিয়েছেন ৫৭ রানে।  

    ৫৪, ৬১, ৫৯, ৭০- প্রথম চার উইকেট জুটিতেই জয়ের পথটা সোজা হয়ে গেছে ব্রাদার্সের। মিজানুরের ৩৭, জুনাইদের ৩১ রানের সঙ্গে মাইশুকুররের ৮৮ ও দেবব্রতর ৭৫ রানে ভিতটা শক্ত হয়েছে তাদের। 

    শেষ ১০ ওভারে ৮৬ রানের সমীকরণটা সহজ করে দিয়েছেন ইয়াসির আলি। দেবব্রত ও ইয়াসির মিলে ৪৩তম ওভারে তুলেছেন ১৯ রান। দিনটা যে তার নয়, এটা বোঝাতেই হয়তো সেই বোলারের নাম শুভাগত! ৪৯তম ওভারে ইয়াসির মেরেছেন আরেকটি ছয়- ব্রাদার্সকে জয় পর্যন্ত নিয়ে যাওয়ার সময় অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪৫ রানে।