• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    অস্ট্রেলিয়ার সঙ্গে দ্রুতগতির উইকেট চান না ডু প্লেসি

    অস্ট্রেলিয়ার সঙ্গে দ্রুতগতির উইকেট চান না ডু প্লেসি    

    দক্ষিণ আফ্রিকার পিচ নিয়ে কথা উঠলেই চোখের সামনে ভাসে পেসারদের দাপট। গতি দিয়েই মূলত প্রতিপক্ষকে ঘায়েল করেন আফ্রিকান বোলাররা। সেই আফ্রিকান দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দ্রুতগতির পিচই চাইছেন না!

     

     

     

    ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে জয় পেলেও তৃতীয় টেস্টে ৬৩ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে দ্রুতগতির পিচে ভারতীয় পেসারদের সামনে নাকানি চুবানি খেয়েছে প্রোটিয়ারা। সেই ভুল আর দ্বিতীয়বার করতে চান না ডু প্লেসি, ‘গত সিরিজের পর আমাদের শিক্ষা হয়ে গেছে। যখন আমরা উপমহাদেশের দলের সাথে খেলি, তখন একটু বেশি দ্রুতগতির পিচ বানানো হয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ধীরগতির পিচই চাইছি।’

     

    স্মিথের দলের বিপক্ষে দ্রুতগতির পিচ বানিয়ে লাভ নেই বলেই মানছেন ডু প্লেসি, ‘অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা একই ধরনের পিচে খেলে অভ্যস্ত। দ্রুতগতির পিচ বানিয়ে তাঁদের বিপক্ষে খুব বেশি এগিয়ে থাকা সম্ভব নয়। তবে আমরা পিচ নিয়ে ভাবছি না। যেমন পিচ বানানো হবে সেটাতেই খেলতে প্রস্তুত।’

     

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবানের কিংসমিডে আজ শুরু হচ্ছে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।