• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দুঃসময়ে ওয়েঙ্গারের পাশেই আছেন গার্দিওলা

    দুঃসময়ে ওয়েঙ্গারের পাশেই আছেন গার্দিওলা    

     

    তার দায়িত্ব ছাড়া নিয়ে বেশ কয়েক মৌসুম ধরেই চলছে নানা গুঞ্জন। ‘ওয়েঙ্গার আউট’ স্লোগানটা এই মৌসুমে ইংলিশ কাপের পরাজয়ের পর জোরদার হয়েছে আরও বেশি। মাঠে ও মাঠের বাইরে তাই বেশ চাপেই আছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। এই ‘দুঃসময়ে’ ভক্তদের পাশে না পেলেও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা কিন্তু ওয়েঙ্গারের পাশেই আছেন।

     

    ওয়েঙ্গারের কষ্টটা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন গার্দিওলা, ‘আমি সবসময়ই অন্য কোচদের পাশে থাকার চেষ্টা করি। কারণ আমাদের সবার অবস্থাই এক। ভক্ত ও অন্যদের সমালোচনায় আমরা একা হয়ে যাই। বিশ্বাস করুণ, এত চাপের কারণে আসলে নিজেকে একা মনে হবেই!’

     

     

     

    মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে সিটি। আর্সেনালের চেয়ে এই মুহূর্তে ২৭ পয়েন্ট এগিয়ে গার্দিওলার দল। তবে যেকোনো মুহূর্তেই খারাপ সময় আসতে পারে বলেই জানালেন গার্দিওলা, ‘আমি জানি না কোচরা কেন একে অন্যের পেছনে লেগে থাকে! আমরা সবাই তো একই পরিস্থিতিতে আছি। কেউ হয়ত ভালো অবস্থানে, কেউ খারাপ, তবে এটা উল্টে যেতে বেশি সময় লাগে না! আমার সাথেও এমনটা হতে পারে। খারাপ সময়ে তাই অন্যদের পাশে থাকা উচিত।’

     

    এদিকে ওয়েঙ্গার বলছেন, কোচের দায়িত্বে থাকবেন কি থাকবেন না সেটা আর তার হাতে নেই, ‘আমি একজন কর্মচারী। আমি শুধু নিজের কাজটাই করতে পারি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্লাবের।’