• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    'সৈকত খুব শিগগির ছন্দে ফিরবে'

    'সৈকত খুব শিগগির ছন্দে ফিরবে'    

    বছর দেড়েক আগে আফগানিস্তানের সঙ্গে অভিষেকেই জানান দিয়েছিলেন, লম্বা দৌড়ের ঘোড়া হওয়ার জন্যই তিনি এসেছেন। এরপর গত বছর শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট অভিষেকও রাঙিয়েছিলেন দারুণ এক ইনিংসে। এরপর চোখের সমস্যায় সেই যে দল থেকে ছিটকে পড়লেন, নিজেকে এখনো পুরোপুরি ফিরে পাননি মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ঢাকা প্রিমিয়ার লিগে সৈকতের দল আবাহনীর কোচ খালেদ মাহমুদ আশাবাদী, খুব শিগগির সৈকত ফর্মে ফিরে আসবেন।

    একটা সময় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, একটা সময় এই তিন সংস্করণেই বাংলাদেশের বড় ভরসা মানা হয়েছিল তাঁকে। কিন্তু গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোখের সমস্যাটা যেন কাল হয়ে দাঁড়াল। এরপর বিপিএলে ফিরলেও একদমই চেনাতে পারেননি। ত্রিদেশীয় সিরিজের দলেও ছিলেন না, প্রথম টেস্টে ফিরলেও দুই ইনিংসে করেছেন ১৬ রান। পরের টেস্টে আবার বাদ পড়লেন, সুযোগ পেলেন না টি-টোয়েন্টিতেও। ঢাকা প্রিমিয়ার লিগে ৪৯ রানের ম্যাচ জেতানো একটি ইনিংস খেললেও ৫ ম্যাচে সাকুল্যে করেছেন ১০৯ রান। আজ খালেদ মাহমুদও স্বীকার করলেন, সৈকত ঠিক তাঁর পুরনো ফর্মে নেই।

    ‘সত্যি কথা বলতে গত দুই বছর ধরে সৈকতকে যেভাবে দেখেছি, এখনও সেরকম ছন্দে পাইনি। রান করেছে, দুইটা ম্যাচে খুব গুরুত্বপূর্ণ দুইটি ইনিংস খেলেছে করেছে, কিন্তু সেরকম ছন্দে পাইনি।’

    কিন্তু ফর্মে না থাকার কারণ কী? মধ্যে বড় একটা বিরতি পড়ে যাওয়াটাই কি সমস্যা হয়েছে? খালেদ মাহমুদ ফিটনেসের কথাও বললেন। তবে তিনি আশাবাদী, সৈকত খুব শিগগির নিজেকে ফিরে পাবেন।

    ‘একটু  অনুশীলনের ঘাটতি আছে ওর, মাঝে শরীর খারাপ ছিল। দুই বছর  আগেও সৈকতের কথা বলি, ও নিজে থেকেই বলত ম্যাচ জিতিয়ে আনব। তখন আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। তবে সবারই একটা ভালো বা খারাপ সময় যায়। আমার মনে হয় সে দারুণ খেলোয়াড়, খুব শিগগিরই ও নিজেকে ফিরে পাবে।’

    মিনহাজুল আবেদীন নান্নুও দুই দিন আগে বলেছিলেন, সৈকত এখনো ছন্দ ফিরে পাননি। সেটা যত দ্রুত পাবেন, ততই বাংলাদেশের জন্য মঙ্গল।