মৌসুম শেষেই ইউনাইটেড ছাড়ছেন ইব্রা?
গত বছরের ডিসেম্বরে ভয়াবহ এক ইনজুরি থেকে অবিশ্বাস্যভাবে ফিরেছিলেন। কয়েক সপ্তাহ পেরোতে না পেরোতেই আবারও মাঠের বাইরে যেতে হয় ইব্রাহিমভিচকে। কিছুটা সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেও এখনও খেলতে দেখা যায়নি তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো এবার জানালেন, এই মৌসুম শেষেই হয়ত ক্লাব ছাড়ছেন ইব্রা।
এই মৌসুমেই শেষ হচ্ছে ইউনাইটেডের সাথে চুক্তি। ইনজুরিতে জর্জরিত ইব্রার বিদায়ের আভাস দিলেন মরিনহো, ‘আমরা সবাই বুঝতে পারছি এই মৌসুম শেষেই সে ক্লাব ছাড়বে। আমার মনে হয় খেলা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্তটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দারুণ কয়েকটি মৌসুম কাটিয়েছে সে আমাদের সাথে। গত বছরের সেই ইনজুরিটাই সবকিছু এলোমেলো করে দিয়েছে।’
মরিনহোর ধারণা, নিজের শারীরিক অবস্থার জন্যই ক্লাব ছাড়বেন ইব্রা, ‘এই মৌসুমটা তার জন্য খুব কঠিন ছিল। সে কি পুরোপুরি খুশি? এই মুহূর্তে দলকে সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত? আমার সেটা মনে হয় না। সেও ব্যাপারটা বুঝতে পারবে। যদি সে অবিশ্বাস্যভাবে আগের রূপে ফিরে আসতে পারে, আমার অসুবিধা নেই!’