• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    '১০০ পয়েন্টের ইতিহাসও গড়তে পারে সিটি'

    '১০০ পয়েন্টের ইতিহাসও গড়তে পারে সিটি'    

    পুরো মৌসুমে মাত্র একটি ম্যাচে হেরেছে তারা, ড্র ৩টিতে। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে এই মুহূর্তে এগিয়ে ১৫ পয়েন্টে! এই মৌসুমে লিগে ম্যানচেস্টার সিটি যেন সবারই ধরাছোঁয়ার বাইরে। চেলসি কোচ আন্তোনিও কন্তে বলছেন, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট ছুঁতে পারে পেপ গার্দিওলার দল।

     

    মৌসুমের বাকি আরও ১০ ম্যাচ। ২৮ ম্যাচে এরই মাঝে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৫। শেষ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্ট ছোঁয়ার অনন্য রেকর্ড গড়বে আগুয়েরোরা। প্রতিপক্ষ হলেও সিটির দুর্দান্ত ফুটবলে মুগ্ধ কন্তে, ‘ এবার তাদের ১০০ পয়েন্ট ছোঁয়ার ভালো সম্ভাবনা আছে। তারা যে এবারের লিগে সেরা, সেটা শুরু থেকেই প্রমাণ করে আসছে সিটি। তাদের আছে দুর্দান্ত কিছু ফুটবলার, অসাধারন একজন কোচ।’

     

    ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা চেলসির। ২০০৪-৫ মৌসুমে চেলসির পয়েন্ট ছিল ৯৫। গতবারও কন্তের দল ১০০ পয়েন্টের সেই ‘ম্যাজিকাল ফিগারের’ খুব কাছে গিয়েছিল, ৯৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লুজরা।

     

    আজ রাতেই মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি।