• ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
  • " />

     

    লো-স্কোরিং ম্যাচে স্নায়ু ধরে রাখল খেলাঘর

    লো-স্কোরিং ম্যাচে স্নায়ু ধরে রাখল খেলাঘর    

    ব্রাদার্স ইউনিয়ন- খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ফতুল্লা

    টস- খেলাঘর সমাজ কল্যাণ সমিতি(ফিল্ডিং)

    ব্রাদার্স ১৮৭ অল-আউট, ৪৬ ওভার(কাপালি ৬৬, শুভ ৩৩*, হাসান ৩/২৪)

    খেলাঘর ১৮৮/৭, ৪৯.৩  ওভার(মেনারিয়া ৫৫, সাদিকুর ৩৫, শুভ ২/১৮)

    ফল- খেলাঘর ৩ উইকেটে জয়ী


    হাতে পুঁজি ছিল মাত্র ১৮৭ রান। এই অল্প পুঁজি নিয়েই ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেন ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হেসেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিই। ব্রাদার্সকে ৩ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেল খেলাঘর।

    ১৮৮ রান তাড়া করতে নেমে সাদিকুর রহমান ও রাফসান আল মাহমুদের ৬৭ রানের ওপেনিং জুটি সহজ জয়ের দিকেই এগিয়ে নিচ্ছিল খেলাঘরকে। ৪১ বলে ৩৫ রান করা সাদিকুরকে আউট করেন অলক কাপালি। সাদিকুরের ফেরার পরেই খেই হারিয়ে ফেলে খেলাঘর।

    ৩২ রানের মাঝে পরে খেলাঘরের আরও ৩ টি উইকেট। বিপর্যয়টা সামাল দিয়েছেন আগের দুই ম্যাচের নায়ক অশোক মেনারিয়া। মইনুল ইসলামকে নিয়ে তাঁর ৬০ রানের জুটিই পথ দেখায় দলকে। ৩ চার ও এক ছয়ে ৫৫ রান করা মেনারিয়া যখন শাখাওয়াত হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন, দল তখন  লক্ষ্য থেকে মাত্র ৮ রান দূরে। ৩ বল বাকি থাকতে জয়সূচক রান করেন মোহাম্মদ সাদ্দাম।

    ফতুল্লায় টসে হেরে ব্যাটিংয়ে নেমে কাপালি আর সোহরাওয়ার্দি শুভ ছাড়া ব্রাদার্সের আর কেউই দাড়াতে পারেননি। সতীর্থদের আসা যাওয়ার মাঝে অবিচল ছিলেন শুধু তারা দুজনই। ৬ চার ও এক ছয়ে ৮৩ বলে কাপালি করেন ৬৬।

    শেষের দিকে তাঁকে ভালো সঙ্গ দিয়েছেন সোহরাওয়ার্দি শুভ। মইনুল ইসলামের বলে কাপালি ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শুভ, ৪৬ বলে ৩৩ রান করে। তবে কাপালি বা শুভ, লো-স্কোরিং ম্যাচে বড় প্রভাব রাখতে পারেনি কারও ইনিংসই। এই নিয়ে ৭ ম্যাচে ৪ টিতেই হারল ব্রাদার্স।