শেষ ওভারের রোমাঞ্চে শেষ হাসি শাইনপুকুরের
লিজেন্ডস অব রুপগঞ্জ ২৬২/৩, ৫০ ওভার (নাঈম ৯৩, রসুল ৮৮*, শুভাগত ১/২১)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৭২/৯, ৫০ ওভার (সাদমান ৯৫, কৌল ৬১, শহীদ ৩/৫০, রসুল ২/৩৭)
ফল- শাইনপুকুর ১ উইকেটে জয়ী
শাইনপুকুরের সবচেয়ে ভরসা হয়ে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মোহাম্মদ শহীদের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান, প্রথম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদলালেন সাইফউদ্দিন। দশ নম্বর ব্যাটসম্যান রায়হান উদ্দিন সে বলটা দিলেন ডট। পরের বলেই মারলেন চার। এরপর তিনি নিলেন সিঙ্গেল। ২ বলে প্রয়োজন ১, রান-আউট হয়ে গেলেন সাইফউদ্দিন। ১ বল আর ১টি উইকেট বাকি, রুপগঞ্জের সঙ্গে ম্যাচ জিততে শাইনপুকুরের দরকারও ১ রান। স্নায়ুর চরম পরীক্ষা দিলেন রায়হান, মারলেন চার! শেষ ওভারের রোমাঞ্চে ১ উইকেটে জিতল শাইনপুকুর, নায়ক বনে গেলেন রায়হান!
২৬৯ রানের লক্ষ্য, ৬২ রানেই সাব্বির হোসেন, ফারদিন হাসান ও তৌহিদ হৃদয়কে হারিয়ে ফেলে শাইনপুকুর। ওপেনার সাদমান ইসলামের সঙ্গে হাল ধরলেন ভারতীয় ব্যাটসম্যান উদয় কৌল, চতুর্থ উইকেটে দুইজন মিলে যোগ করলেন ১২১ রান। ৭০ বলে ৬১ রান করে মোশাররফ হোসেনকে কৌলের দেওয়া ফিরতি ক্যাচে ভেঙেছে সে জুটি।
পারভেজ রসুলের বলে এরপর স্টাম্পড হয়ে সেঞ্চুরি মিস করেছেন সাদমান। আরেক ম্যাচে শাহরিয়ার নাফিসের মতো একই পরিণতি তারও। ১১৬ বলে ৮ চারে সাদমান করেছেন ৯৫। আফিফ ও শুভাগতর ২৬ রানের পর সাইফউদ্দিনের সঙ্গে আফিফের ২৩ রানের ছোট দুই জুটিতে এরপর এগিয়ে গেছে শাইনপুকুর, ২ রানে ২ উইকেট হারানোর ধাক্কার আগে। সে ধাক্কা কাটিয়ে উঠেছিলেন সাইফউদ্দিন, এরপর তো রান-আউট হয়ে নিজেই দিয়েছিলেন এক ধাক্কা! যেটা থেকে শাইনপুকুরকে উদ্ধার করেছেন রায়হানই।
টসে হেরে ব্যাটিংয়ে নামা রুপগঞ্জ ৩৭ রানে ওপেনার আব্দুল মজিদকে হারালেও এরপর পুরো ইনিংসে হারিয়েছে আর মাত্র ২ উইকেট। ২য় ও ৩য় উইকেটে রুপগঞ্জ তুলেছে ৯৮ করে রান। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়েছেন মোহাম্মদ নাঈমও, ১৩০ বলে ৯৩ রানে ক্যাচ দিয়েছেন শুভাগত হোমের বলে। পারভেজ রসুল অপরাজিত ছিলেন ৬৬ বলে ৮৮ রানে। তবে শুরুর তিন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ভুগিয়েছে রুপগঞ্জকে, যা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন রসুল। বেশ কৃপণ বোলিং করেছেন শুভাগত, ১০ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান!
ব্যাটিংয়ে রানের গতি বাড়ানোর পর বোলিংয়ে রানের গতি কমিয়েছিলেন রসুল, ১০ ওভারে এই ভারতীয় স্পিনার দিয়েছেন ৩৭ রান। তবে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শেষরক্ষা হয়নি তাদের!