• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    মেজাজ হারালেন ওয়ার্নার, পরিস্থিতি সামলালেন সতীর্থরা

    মেজাজ হারালেন ওয়ার্নার, পরিস্থিতি সামলালেন সতীর্থরা    

    চতুর্থ দিনের সকালে এবি ডি ভিলিয়ার্সকে রান আউট করার পর ডেভিড ওয়ার্নারের উল্লাস ছিল খানিকটা ‘বুনো’। প্যাভিলিয়নে ফেরার আগ পর্যন্ত ডি ভিলিয়ার্সকে বেশ কিছু কথাও শুনিয়ে দিয়েছিলেন। চা বিরতির সময় ড্রেসিংরুমে যাওয়ার পথে আবারও মেজাজ হারিয়েছেন ওয়ার্নার, সেবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দক্ষিণ আফ্রিকা উইকেটকিপার কুইন্টন ডি ককের সাথে। দুজনের মাঝে তর্কটা বেশিদূর যাওয়ার আগেই সতীর্থরা এসে পরিস্থিতি সামলেছেন।

     

     

    সিসি টিভি ফুটেজে দেখা গেছে, ড্রেসিংরুমে ফেরার পথে ডি কককে কিছু একটা বলেছিলেন ওয়ার্নার। ডি ককও চুপ থাকার পাত্র নন, জবাবও দিয়েছিলেন সাথে সাথেই। ওয়ার্নার রেগে গিয়ে তার দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দেন উসমান খাওয়াজা ও টিম পেইন। এগিয়ে এসেছিলেন আফ্রিকা অধিনায়ক ডু প্লেসিও। এরপর যার যার ড্রেসিংরুমে চলে যান সবাই। 

    এই ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওই ব্যাপারটা নিয়ে জানানো হয়েছে। আসলে তখন কী হয়েছিল সেটা না জেনে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সবকিছু তদন্ত করেই আসল ঘটনা জানা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে।’

    বোলারদের দিনে জয় থেকে এক উইকেট দূরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান বোলার, ফিল্ডাররা স্লেজিং করেছেন পুরো দিনজুড়েই। দুর্দান্ত এক সেঞ্চুরি করা এইডেন মার্করাম অবশ্য এটাকে খুব বড় করে দেখছেন না, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললে এটা হবেই। তবে এমনটা খুবই স্বাভাবিক। সীমার ভেতরে থাকা আগ্রাসন খেলার জন্যই ভালো।’