• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    ২২ বলেই শেষ আফ্রিকার প্রতিরোধ

    ২২ বলেই শেষ আফ্রিকার প্রতিরোধ    

    ডারবান টেস্ট  
    অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৩৫১ অল-আউট (মিচেল মার্শ ৯৬, স্মিথ ৫৬, ওয়ার্নার ৫১, মহারাজ ৫/১২৩) ও ২য় ইনিংস ২২৭ অল-আউট (ব্যানক্রফট ৫৩, স্মিথ ৩৮, মরকেল ৩/৪৭, মহারাজ ৪/১০২) 
    দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ১৬২ অল-আউট (ডি ভিলিয়ার্স ৭১*, মার্করাম ৩২, স্টার্ক ৫/৩৪, লায়ন ৩/৫০) ও ২য় ইনিংস ২৯৮ (মার্করাম ১৪৩, ডি কক ৮৩, স্টার্ক ৪/৭৫, হ্যাজলউড ৩/৬১)

    অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী

     

    অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়েছিল গতকালই। আলোকস্বল্পতার কারণে জয় থেকে মাত্র ১ উইকেট দূরে থাকতেই শেষ হয় চতুর্থ দিনের খেলা। ডারবানে সিরিজে প্রথম টেস্টের পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট তুলে নিতে অস্ট্রেলিয়ার বোলাররা সময় নিয়েছেন ২০ মিনিট। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্টিভেন স্মিথরা।  

     

     

    এইডেন মার্করাম-কুইন্টন ডি ককের ১৪৭ রানের জুটিতে চতুর্থ দিনে কিছুটা লড়াই করেছে প্রোটিয়ারা। মার্করাম ফেরার পর শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আশাও। আজ সবার চোখ ছিল মিচেল স্টার্কের দিকে, গতকাল পরপর দুই বলে দুই উইকেট নেওয়ার পড়েই আর বোলিংয়ে আসতে পারেননি আলোকস্বল্পতার জন্য। আজ প্রথম ওভারেই তাকে বোলিংয়ে আনেন স্মিথ, শেষ পর্যন্ত অবশ্য হ্যাটট্রিকটা পাওয়া হয়নি।

    শেষ জুটিতে আজ মরকেলকে নিয়ে ডি কক টিকতে পেরেছেন মাত্র ৩.৪ ওভার। ডি কককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রোটিয়াদের ইনিংসের ইতি টানেন হ্যাজলউড। ডারবানে শেষ ৮ টেস্টের ৬ টিতেই হারল দক্ষিণ আফ্রিকা।