• দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    শাস্তি পাচ্ছেন ওয়ার্নার-ডি কক

    শাস্তি পাচ্ছেন ওয়ার্নার-ডি কক    

    কয়েক সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ কত বড় ইস্যু দাড় করাতে পারে, সেটা ডেভিড ওয়ার্নার- কুইন্টন ডি ককের ঘটনা আবারও প্রমাণ করল। প্রথম টেস্টের পর আলোচনার তুঙ্গে থাকা সেই বাকবিতন্ডার ফল দুজনের জন্যই শুভ হয়নি। তদন্তের পর ওয়ার্নার, ডি কক দুজনকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আইসিসির পক্ষ থেকে।

     

     

    ঘটনাটা নিয়ে সমালোচনা শুরুর পড়েই সেটা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন ম্যাচ রেফারি। ম্যাচ শেষ হওয়ার দুই দিন পর ‘উস্কানিমূলক আচরণের’ জন্য দক্ষিণ আফ্রিকার ডি কককে লেভেল-১ ধারায় অভিযুক্ত করা হয়েছে। ওয়ার্নারের শাস্তিটা একধাপ ওপরে, লেভেল-২ তে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক।

    সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ বলেছিলেন, এক ম্যাচ নিষিদ্ধ হলেই সমাধান হবে এই সমস্যার। তাঁর কথাটাই হয়ত সত্যি হতে যাচ্ছে। আজ ওয়ার্নার, ডি কক নিজেদের স্বপক্ষে যুক্তি পেশ করবেন ম্যাচ রেফারির কাছে। এরপর ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ডি কক সর্বোচ্চ জরিমানা দিয়েই পার পাবেন, তবে পরের টেস্টে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নারের।