• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    হ্যাকাররাই দিয়েছিলেন মাহরেজের অবসরের ঘোষণা!

    হ্যাকাররাই দিয়েছিলেন মাহরেজের অবসরের ঘোষণা!    

    প্রথম দেখায় অনেকেই ভেবেছিলেন, ফেসবুক অ্যাকাউন্টটি নিশ্চয়ই হ্যাকারদের কবলে পড়েছে। লেস্টার সিটির রিয়াদ মাহরেজ যে সত্যিই ফুটবল থেকে অবসর নিয়েছেন, সেটা বিশ্বাস করতে বেগ পেতে হয়েছে সবাইকেই! রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাসে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লেস্টার মিডফিল্ডার। শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হ্যাক হয়েছিল মাহরেজের ফেসবুক অ্যাকাউন্ট, অবসর নিচ্ছেন না তিনি। 

    গতকাল হুট করেই ২৭ বছর বয়সী মাহরেজের অ্যাকাউন্টে দেখা যায় এমন স্ট্যাটাস, ‘অনেক ডাক্তারের সাথে পরামর্শের পর সিদ্ধান্ত নিয়েছি ফুটবল থেকে দূরের থাকার। ফুটবলার হিসেবে যেহেতু আমার সময় শেষ, কিছু কথা বলতে চাই। সবাই আমাকে যে সমর্থন জুগিয়েছে, তাঁর জন্য অনেক ধন্যবাদ। আপনরা সবাই আমার হৃদয়েই থাকবেন।’

    শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৯৭ মিনিটে করা মাহরেজের গোলেই ড্র করে লেস্টার। এরপর টুইটারে বলেছিলেন, কখনোই ‘হার’ মানতে রাজি নন তিনি। তাহলে ঠিক কী কারণে অবসর নিলেন, সেটাই ছিল রহস্য। 

    পরবর্তীতে লেস্টার সিটির পক্ষ থেকে জানানো হয়, হ্যাকাররাই দিয়েছিল অবসরের ওই স্ট্যাটাস।