• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    খেলোয়াড় বললেন একটা, রেফারি শুনলেন আরেকটা

    খেলোয়াড় বললেন একটা, রেফারি শুনলেন আরেকটা    

    হোয়াট, আর ওয়াট। ইংরেজি যাদের দ্বিতীয় ভাষা, তাদের কাছে এই দুই শব্দ  শুনতে একই রকম লাগতে পারে। তাই বলে খোদ ব্রিটিশ ভদ্রলোকও ভুল করবেন? আর একটা শব্দ শোনার ভুলে হলুদ কার্ড হয়ে যাবে লাল কার্ড? ইংল্যান্ড জাতীয় ফুটবল লিগে ইস্ট থারক আর হেমেল হ্যাম্পস্টেডের ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচ চলার সময় হেমেল হেমস্টেডের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছিলেন রেফারি ডিন হাল্ম। হলুদ কার্ডও বের করলেনও কিন্তু খেলোয়াড়ের নাম জানা নেই রেফারির। অজ্ঞতাবশত তার কাছেই নাম জিজ্ঞেস করতে হল হাল্মকে। 

    খেলোয়াড় নিজেও জানেন শাস্তিযোগ্য অপরাধই করেছেন। চেঁচিয়ে নিজের নামটাও জানিয়ে দিলেন রেফারিকে, 'ওয়াট'। রেফারি শুনলেন 'হোয়াট'। এ কেমন বেয়াদবি? সাথে সাথেই হলুদ কার্ড নামিয়ে ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে দিলেন হাল্ম। 

    তবে ভাগ্য ভালো রেফারির সিদ্ধান্তে অবাক হয়ে মাঠে ছেড়ে যাননি ওই খেলোয়াড়। সাথে সাথেই রেফারির কাছে গিয়ে জানালেন, "আমার নাম সানচেজ ওয়াট"। রেফারিও তখন ভুল বুঝতে পারলেন। নিজের লাল কার্ডের সিদ্ধান্ত তখন মাঠেই বাতিল করে আবারও খেলার সুযোগ করে দিলেন ওয়াটকে। তবে হলুদ কার্ডের হাত থেকে অবশ্য রেহাই মেলেনি তার!