• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    জুনাইদ-মাইশুকুরের রেকর্ড জুটিতে কলাবাগানকে উড়িয়ে দিল ব্রাদার্স

    জুনাইদ-মাইশুকুরের রেকর্ড জুটিতে কলাবাগানকে উড়িয়ে দিল ব্রাদার্স    

    ব্রাদার্স ইউনিয়ন ৩১৭/৪, ৫০ ওভার (জুনাইদ ১২৩, মাইশুকুর ৯৬, ইয়াসির ৩০*, আবুল ১/৫৪, মাহমুদুল ১/৩৭)
    কলাবাগান ক্রীড়া চক্র ১৮৬ অল-আউট, ৪৫ ওভার (মুক্তার ৬২*, তাসামুল ৪৪, আকবর ৩৭, ৩/৩৯, সাখাওয়াত ২/৩১) 
    ফল- ব্রাদার্স ১৩১ রানে জয়ী 


    পুরো স্কোরকার্ড দেখুন এখানে 


    আগের ম্যাচে জয়টা হাবুডুবু খাওয়া কলাবাগানের জন্য ছিল একটু অক্সিজেনের পরশের মতো। কিসের কি, পরের ম্যাচে সেই তিমিরেই ডুবলো আবার তারা। জুনাইদ সিদ্দিক ও মাইশুকুর রহমানের এ মৌসুমের রেকর্ড জুটিতে ব্রাদার্সের গড়া ৩১৭ রানের স্কোর তাড়া করতে গিয়ে অর্ধেক পথেই খেই হারিয়ে ফেলেছে মুক্তার আলির কলাবাগান, হেরেছে ১৩১ রানের বিশাল ব্যবধানে। 

    ফতুল্লায় টসে জিতে ফিল্ডিং নিয়েছিল কলাবাগান। ৮ রানে ওপেনার মিজানুর ক্যাচ দিয়েছেন আবুল হাসানের বলে, শুরুটা ছিল ভালই। ব্রাদার্সকে সেই চাপ থেকে শুধু উদ্ধার করলো না জুনাইদ-মাইশুকুরের ২য় উইকেট জুটি, গড়ে দিল বড় স্কোরের ভিতও। মিজানুরের বলে জুনাইদ ক্যাচ দেওয়ায় ভেঙেছে ২০৫ রানের সে জুটি, এ উইকেটে যা প্রিমিয়ার লিগের এ মৌসুমের সর্বোচ্চ। রানের হিসেবে এর ওপরে আছে শুধু একটি জুটি। 

    আউট হওয়ার আগে ১৬ চার ও ২ ছয়ে ১১১ বলে ১২৩ রান করেছেন জুনাইদ, লিস্ট এ ক্যারিয়ারে এটি তার ৭ম সেঞ্চুরি। অবশ্য ৪ রানের আক্ষেপে পুড়েছেন মাইশুকুর, মুক্তার আলির বলে ক্যাচ দিয়েছেন ৯৬ রানে, লিস্ট এ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটা পাওয়া হয়নি তার। 

     

     

    জুনাইদ-মাইশুকুরের ভিতে দাঁড়িয়ে ব্রাদার্স এরপর তুলেছে ঝড়। শেষ ১০ ওভারে তারা তুলেছে ৯৬ রান। অলক কাপালি করেছেন ১৯ বলে ২৬, ভারতীয় ব্যাটসম্যান অভিষেক রমন করেছেন ১৬ বলে ২২, এদের দুইজনকেও ছাড়িয়ে গেছেন ইয়াসির- ১৬ বলে করেছেন তিনি ৩০ রান করেছেন ২ চার ও ১ ছয়ে। 

    ৩১৮ রানের লক্ষ্য, কলাবাগান সে পথে ছিল না কখনোই। ১৭ রানের ভেতর তারা হারিয়েছে জসিমউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাসামুল চেষ্টা করেছিলেন পাকিস্তানী ব্যাটসম্যান আকবর-উর-রেহমানকে নিয়ে, ৩য় উইকেটে দুইজন যোগ করেছেন ৫৭ রান। তাসামুল করেছেন ৪৪, আকবর ৩৫। 

    ৭৪, ৮৩, ১০০, ১০৭, ১২৪- কলাবাগান এরপর ৫ উইকেট হারিয়েছে নিয়মিতে বিরতিতেই। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ছিলেন শুধু অধিনায়ক মুক্তার আলি, রাহাতুল ফেরদৌসকে একপাশে রেখে ৮ম উইকেটে ৪০ রানও তুলেছেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কলাবাগানের লোয়ার অর্ডারের কেউই, শেষ ৩ উইকেটও তারা হারিয়েছে ২২ রানের ব্যবধানেই। 

    শেষ পর্যন্ত ৫৯ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন মুক্তার, তবে পয়েন্ট টেবিলের তলানী থেকে টেনে তুলতে পারেননি দলকে।

    ৮ ম্যাচে এটি ৪র্থ জয় ব্রাদার্সের।