শাদমানের সেঞ্চুরিতে শেখ জামালকে পাত্তা দিল না শাইনপুকুর
শেখ জামাল ২৬২ অল-আউট, ৪৯.৫ ওভার (জিয়াউর ৭৯, হাসানুজ্জামান ৬১, শুভাগত ২/৪৮, গাফফার ২/১৪)
শাইনপুকুর ২৬৩/২, ৪৮.৩ ওভার (শাদমান ১৪৪*, হৃদয় ৫০*, সোহাগ ১/৪৬)
ফল- শাইনপুকুর ৮ উইকেটে জয়ী
শাদমান ইসলামের অপরাজিত ১৪৪ ও তোহিদ হৃদয়ের ফিফটিতে শেখ জামালের ২৬২ রান ৯ বল বাকি থাকতেই টপকে গেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন দুইয়ে শাইনপুকুর।
টসে জিতে ব্যাটিংয়ে নামা শেখ জামালের ইনিংসে দুইটি ফিফটি। ওপেনার হাসানুজ্জামান করেছেন ৬১, চারে নামা জিয়াউর করেছেন ৭৯। ৩য় উইকেটে এই দুইজন মিলে যোগ করেছেন ১০৭ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শেখ জামাল, ১ বল বাকি থাকতেই তারা অল-আউট হয়ে গেছে ২৬২ রানে। ২টি করে উইকেট নিয়েছেন চারজন- সাইফউদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম ও আব্দুল গাফফার।
ফারদিন হাসান অনি ও শাদমানের ওপেনিং জুটিতেই শাইনপুকুর তুলেছে ৯৫ রান। ৩৮ রান করে ফারদিন ফিরলেও শেষ পর্যন্ত ছিলেন শাদমান। ১৪৭ বলে ৯ চার ও ২ ছয়ে করেছেন অপরাজিত ১৪৪ রান, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি ২য় সেঞ্চুরি তার, ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসও। ৫৬ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন হৃদয়ও, এ মৌসুমে এটি তার তৃতীয় ফিফটি, আছে ১টি সেঞ্চুরিও।
১৪২ রানের মাথায় উদয় কৌল ফিরলেও শাদমান-হৃদয়ের জুটিতেই এসেছে ১২১ রান। জয় নিশ্চিত হয়েছে তাতেই।