দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রাবাদা
প্রথম টেস্টে ওয়ার্নার-ডি কক বিতর্কের রেশ এখনও কাটেনি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই উত্তাপের ঝাঁজটা আরও বাড়িয়ে দিলেন কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে আউটের পর তার দিকে তেড়েফুঁড়ে যাওয়ায় শাস্তি পেতে পারেন রাবাদা, দুই ম্যাচের নিষেধাজ্ঞার খড়গও নেমে আসতে পারে।
ম্যাচের তখন ৫২ তম ওভার, রাবাদার আগুন ঝরানো স্পেলের শুরু। পঞ্চম বলে ২৫ রান করা স্মিথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন রাবাদা। প্যাভিলিয়নে ফেরা শুরু করলে চিৎকার করতে করতে স্মিথের দিকে এগিয়ে যান রাবাদা, কিছু একটা হয়ত বলছিলেন। স্মিথ রাবাদার দিকে একবার তাকিয়ে হাঁটা ধরেছেন প্যাভিলিয়নের পথে, যাওয়ার আগে অপর প্রান্তে থাকা শন মার্শের সাথেও একদফা কথা বলেছেন রাবাদার উদযাপন নিয়ে।
গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকার নিরোশান ডিকভেলার সাথে তর্কে জড়িয়ে ৫০ শতাংশ ম্যাচ ফির জরিমানা গুনেছিলেন রাবাদা, পেয়েছিলেন ৩ ডিমেরিট পয়েন্টও। জুলাইয়ে বেন স্টোকসের বিপক্ষে উদযাপন করে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেয়ে এক টেস্ট নিষিদ্ধ হয়েছিলেন। গত মাসে শিখর ধাওয়ানের বিপক্ষেও একই কান্ড ঘটিয়ে পঞ্চম ডিমেরিট পয়েন্ট পান রাবাদা।
স্মিথের বিপক্ষে এই উদযাপনে ‘লেভেল-২’ ভঙ্গের অভিযোগ আনতে পারেন ম্যাচ রেফারি। যদি এটাই হয়, তাহলে দুই বছরের ভেতর ৮ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সিরিজের পরের দুই টেস্টে নিষিদ্ধ হতে পারেন রাবাদা।