জয়ের ধারায় ফিরল মোহামেডান
মোহামেডান স্পোর্টিং ক্লাব- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মিরপুর
টস-মোহামেডান স্পোর্টিং ক্লাব (ব্যাটিং)
মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে ৩০৬/৬ ( রনি ৭৭, শামসুর ৬০, সাইদ ৫৮*, সাইফউদ্দিন ৩/৫৫)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮.১ ওভারে ২৬৮ ( সাইফউদ্দিন ৬৮, শুভাগত ৫২, আজিম ৪/৪৫, তাইজুল ৩/৬৪)
মোহামেডান ৩৮ রানে জয়ী
তিনদিন আগে গাজী গ্রুপের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ১৩৮ রানই তাড়া করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের সাথে হয়েছিল টাই। দুই ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে আবারও জয়ের ধারায় ফিরেছে মোহামেডান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৩৮ রানে হারিয়ে মৌসুমে চতুর্থ জয় পেল মোহামেডান, অন্যদিকে চতুর্থ পরাজয়ের স্বাদ পেল শাইনপুকুর। তাদেরকে টপকে দোলেশ্বর উঠে গেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
৩০৭ রান তাড়া করতে নেমে শাইনপুকুরের ফারহিন হাসান অনি ও শাদমান ইসলাম শুরুটা খারাপ করেননি, প্রতি ওভারে ৬ করেই রান উঠছিল। ৮ম ওভারের ২য় বলে ৪১ রানের জুটি ভাঙ্গেন তাইজুল ইসলাম, ২৫ রানে ফেরেন শাদমান। উদয় কউলকে নিয়ে অনির গড়া ৪৬ রানের জুটিও ভাঙ্গে তাইজুলের রান আউটে, ৩৪ রানে ফিরতে হয় অনিকে।
৮ রানের মাঝে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শাইনপুকুর। শুভাগত হোম ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৭৪ রানের জুটি আবারও আশার আলো জ্বালিয়েছিল। ৩ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৫২ করা শুভাগতকে ফেরালে আবারও মোহামেডানের দিকে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে।
৮ উইকেটে রায়হান উদ্দিনকে নিয়ে ৮৬ রানের জুটি ম্যাচের শেষ পর্যন্ত মোহামেডানের ধৈর্যের পরীক্ষা নিয়েছে। সাইফউদ্দিনকে দারুণ সঙ্গ দিয়েছেন রায়হান। ৫৮ বলে ৩৮ রান করা রায়হান ফেরেন ৪৭ তম ওভারে এসে। পরের ওভারে তাইজুলের বলে ৭৫ বলে ৬৮ রান করে সাইফউদ্দিন ফিরলে শেষ আশাটুকুও নিভে যায় শাইনপুকুরের।
ফতুল্লায় টসে জিতে ব্যাটিংয়ে নামা মোহামেডানের জনি ও রনি তালুকদারের জুটি বড় স্কোরের ভিতটা গড়ে দেয়। ৯ রান করা ইরফান শুক্কুরের ‘আহত অবসরের’ পর এই দুজনের ব্যাটেই ১০০ পেরোয় মোহামেডান। ৫২ বলে ৩২ রান করা জনিকে ফিরিয়ে প্রথম আঘাতটা দেন আব্দুল গাফফার। ৫ ওভারের মাঝেই ফেরেন রনিও, ৫ চার ও ৪ চারে ৭৩ বলে ৭৭ করে রায়হান উদ্দিনের বলে আউট হয়েছেন।
জনি-রনি ফিরলেও রানের চাকা সচল রেখেছিলেন শামসুর রহমান ও রকিবুল হাসান। দুজনের ৮৮ রানের জুটি ভাঙ্গেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ ওভারের ব্যবধানে দুজনকেই ফিরিয়েছেন তিনি। ৬০ রান করেন শামসুর, রকিবুলের রান ৫৫।
মোহামেডানের স্কোর ৩০০ পেরোয় শেষ ৫ ওভারে সাইদ সরকারের ঝড়ো ব্যাটিংয়ে। মাত্র ২৫ বলে ৫৮ করে অপরাজিত থাকেন সাইদ, মেরেছেন ২ টি চার ও ৫টি ছয়, স্ট্রাইক রেট ছিল ২৩২!