• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    ম্যাচ জেতানো ইনিংসটা সন্তানকে উৎসর্গ করলেন মুশফিক

    ম্যাচ জেতানো ইনিংসটা সন্তানকে উৎসর্গ করলেন মুশফিক    

    দুই মাস আগেও টি-টোয়েন্টিতে ছিল না তাঁর কোনো ফিফটি। টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা হওয়া উচিত কি না, এমন একটা প্রশ্নও উঠতে শুরু করেছিল। আজ মুশফিকুর রহিম যে ইনিংস খেললেন, এরপর সেই প্রশ্ন হয়তো চিরতরেই ধামাচাপা পড়ে গেছে। ৩৫ বলে অপরাজিত ৭২ রানের এক অতিমানবীয় ইনিংসেই বাংলাদেশকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। ম্যাচসেরার পুরস্কার হাতে নেওয়ার সময় নিজের নবজাতক সন্তানকেই সেই জয় উৎসর্গ করলেন মুশফিক।

     

     

    ফিফটির আগে থেকেই একটু খোঁড়াতে শুরু করেছিলেন। শেষের দিকে রীতিমতো যুদ্ধই করছিলেন ক্র্যাম্প নিয়ে। ম্যাচ শেষে মুশফিক যখন সংবাদ সম্মেলনে এলেন, তখনও সেই ধকল যায়নি। তবে সব ক্লান্তি কাটিয়ে তৃপ্তির একটা রেশ ছড়িয়ে ছিল চোখেমুখে। মুশফিক সেটি নিয়েই বললেন, ‘আমাদের এই জয়টা খুব করেই দরকার ছিল। স্নায়ু ধরে রাখার জন্য কৃতিত্বটা ব্যাটসম্যানদের প্রাপ্য। লিটন ও তামিম যেভাবে শুরু করেছিল, সেটা অসাধারণ ছিল। উইকেটও ব্যাট করার জন্য খুব ভালো ছিল।’

    মাসখানেক আগেই শ্রীলঙ্কা সফরের মধ্যেই কোল আলো করে এসেছিল প্রথম সন্তান। শাহরুজ রহিম মায়ানকেই এই অসাধারণ ইনিংসটা উৎসর্গ করলেন, ‘আমি এই ইনিংস আমার ৩৫ দিনের ছেলেকে উৎসর্গ করছি। দিন শেষে জয়টাই অবশ্য বড় কথা। ’