• " />

     

    এপ্রিলেই পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজ

    এপ্রিলেই পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজ    

    প্রায় ৮ বছর নির্বাসনে থাকার পর গত বছরের শেষে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্ব একাদশ ও শ্রীলংকা দলের টি-টোয়েন্টি দলের আগমনে নতুন আশায় বুক বেঁধেছিলেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের জন্য শোনাল আরেকটি সুসংবাদ। এই এপ্রিলেই ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

     

     

    পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, করাচীতে হবে এই সিরিজ, ‘আমি গত কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করছি। কিছুক্ষণ আগেই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সবুজ সংকেত পেয়েছিল এই সিরিজের ব্যাপারে। তবে লাহোরে নয়, ম্যাচগুলো হবে করাচীতে। পিএসএলের ফাইনালের পর টি-টোয়েন্টি সিরিজ, করাচীর মানুষের উচিত আমাদের অভিনন্দন জানানো।’

    নিরাপত্তাতাই যেহেতু প্রধান ইস্যু, তাই গেইলদের সফরের আগে পর্যবেক্ষণে আসবে আইসিসির নিরাপত্তা কমিটি। পিএসএলের ফাইনালে রেগ ডিকাসন ও তার দল নিরাপত্তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে করাচীতে আসবেন। এরপর তাদের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হলেই আসবেন ক্যারিবিয়রা।

    আগামী ১, ২ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।