খেলাঘরের বোলাররা গুঁড়িয়ে দিলেন শেখ জামালকে
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪৮ ওভারে ১৬৭ (তানবির ৫২, তানভীর ৪/৩০, আঞ্জুম ৩/১৬)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৪০ ওভারে ১৬৮/৪ ( মেনারিয়া ৫৮*, রাফসান ৪৯, গাজী ১/২৬)
ফল- খেলাঘর ৬ উইকেটে জয়ী
টানা তিন জয়ের পর আগের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের কাছে হারতে হয়েছিল। তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং ও রাফসান-মেনারিয়ার ব্যাটে ভর করে আজ জয়ের ধারায় ফিরল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মিরপুরে একপেশে ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
লক্ষ্য ছিল মাত্র ১৬৮। দুই ওপেনার রবিউল ইসলাম ও মাহিদুল ইসলাম ধীরে সুস্থেই এগুচ্ছিলেন। মাহিদুলকে ১৪ রানে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন সোহাগ গাজী। কিছুক্ষণের মাঝে ফেরেন রবিউল, বেশিক্ষণ টিকতে পারেননি অমিত মজুমদারও।
৭০ রানে ৩ উইকেট হারানোর পর রাফসান আল মাহমুদ ও অশোক মেনারিয়া জুটি জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় খেলাঘরকে। লক্ষ্য খুব বেশি না হওয়ায় দুজনেই ধীর গতির ব্যাটিং করেছেন। দুইজনের জুটি ছিল ৯৭ রানের। ৭১ বলে অপরাজিত ৫৮ রান করেছেন দারুণ ফর্মে থাকা মেনারিয়া, মেরেছেন ৭ টি চার। ফিফটির সঙ্গে জয়সূচক রানটা নিতে পারতেন রাফসানও, কিন্তু জয় থেকে এক রান দূরে থাকতে ৪৯ রানেই ফেরেন সাজেদুল ইসলামের বলে।
মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে ঝড়ো সূচনা করেছিলেন শেখ জামালের দুই ওপেনার। তৃতীয় ওভারে ১৪ রান করা হাসানুজ্জামানকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তানভীর ইসলাম। এরপর ৪৮ রানের মাঝে পড়ে শেখ জামালের আরও ৫ উইকেট।
৬৯ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখিয়েছেন তানভীর হায়দার। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন। এবারের মৌসুমের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭১ রানের ইনিংসের পর শেষ ৬ ম্যাচ মিলিয়ে করেছিলেন মাত্র ৪৭ রান। আজ ৫ চারে ৬৫ বলে করেছেন ৫২ রান।
৪০তম ওভারের শেষ বলে মইনুল ইসলামের বলে তানভীরকে ক্যাচ দিয়েই ফেরেন তানভীর। শেষের দিকে আল-ইমরানের ২০ রানের ইনিংসে ১৬৭ রানের স্কোর দাঁড় করিয়েছিল শেখ জামাল।