শাইনপুকুরকে আটকে রাখলো প্রাইম ব্যাংক
শাইনপুকুর ২৫১ অল-আউট, ৪৯.৫ ওভার (কউল ৫২, সাদমান ৪৪, শরিফুল ৩/৪৬, মনির ৩/৪০)
প্রাইম ব্যাংক ২৫২/৫, ৪৬.৪ ওভার (নাহিদুল ৭৩*, মেহেদি ৪১, নাঈম ২/৪৯, রায়হান ২/৫২)
ফল- প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী
শাইনপুকুরের পয়েন্ট ছিল ১০, প্রাইম ব্যাংকের ৮। শাইনপুকুরকে ৫ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট হলো প্রাইম ব্যাংকেরও। চারে নেমে গেছে শাইনপুকুর, প্রাইম ব্যাংকের অবস্থান ঠিক তার পরেই। শরিফুল-মনিরের ৩টি করে উইকেটের পর নাহিদুলের অপরাজিত ৭৩ রানে মিরপুরে জিতেছে প্রাইম ব্যাংক।
টসে হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর সাদমান ইসলামের ৪৪, উদয় কউলের ৫১, তৌহিদ হৃদয়ের ৩৯ রানের ইনিংসে পৌঁছায় ২৫১ রান পর্যন্ত। ইনিংস সেভাবে বড় করতে পারেননি কেউই, শাইনপুকুরের স্কোরও তাই এর বেশি হয়নি। ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মনির ৩টি নিয়েছেন ৪০ রানে। দুই ওপেনারকে ফিরিয়েছেন এনামুল হক জুনিয়র, ৪৭ রান খরচ করে।
২৫২ রানের লক্ষ্য, দুই অংক ছুঁয়েছেন প্রাইম ব্যাংকের সাত ব্যাটসম্যানই। মেহরাব জুনিয়র ও জাকির হাসান ফিরেছেন যথাক্রমে ১৭ ও ১৪ রান করে, তবে ওপেনার মেহেদি মারুফ করেছেন ৪১ রান। ইউসুফ পাঠানের সঙ্গে ৫ম উইকেটে ৭৪ রান যোগ করেছেন নাহিদুল, পাঠান আউট হয়েছেন ৩২ রান করে। এরপর দেলোয়ারকে নিয়ে ম্যাচ শেষ করেছেন নাহিদুল।
৭৮ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি, আর দেলোয়ার অপরাজিত ছিলেন ২০ বলে ২৪ রান করে।