'আমরা নিজেদের সেরা চেষ্টাই করেছি'
মুখের হাসিটা বলে দিচ্ছিল না ভেতরে কতটা অশ্রুর বাঁধ লুকিয়ে আছে। কথা বলতে বলতে বার বার অবশ্য আটকে যাচ্ছিলেন সাকিব আল হাসান, অমন একটা হারের পর তা অবশ্য হুয়ারই কথা। সেই পাথর বুকে চেপেই সাকিব কথা বললেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে, ব্যাখ্যা দিলেন শেষের ওই সিদ্ধান্তের।
আরও একবার ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ২০০৯ মিরপুর, ২০১২ মিরপুরের পর এবার প্রেমাদাসায়। শেষ বলে দীনেশ কার্তিক ছয় মেরে বাংলাদেশকে ডুবিয়ে দিলেন বিষাদের অতলান্তে। সাকিব সেটা বুকে নিয়েই বললেন, ‘আপনি একটা ফাইনাল থেকে এর চেয়ে বেশি কিছু আর আশা করতে পারেন না। আমরা দারুণ খেলেছি, যে কেউ ম্যাচটা জিততে পারত। কিন্তু ভারত তাদের স্নায়ু ধরে রেখেছে।’
সাকিব ব্যাখ্যা দিলেন শেষের দুই ওভারে রুবেল-সৌম্যকে দিয়ে করানোরও, ‘আমরা চেয়েছিলাম আমাদের সেরা বোলাররা ১৮ ও ১৯তম ওভারে গিয়ে বল করুক। রুবেল ১৫ রানও দিলে সেটা আমরা সামলাতে পারতাম। ওর লেংথ খুব মিস করেছি, কিন্তু দীনেশ কার্তিক এসে প্রথম বলেই ছয় মেরে দিয়েছে। আমরা জানতাম ১৬৬ ডিফেন্ড করা কঠিন হবে। কিন্তু আমাদের একটা সবাই নিজের সেরা চেষ্টা করেছে। এই হার মেনে নেয়া কষ্টের, কিন্তু আমরা ভালো করেছি। আমরা এখান থেকে ইতিবাচক জিনিসগুলো নিতে পারি, আশা করি এক দিন আমরাও জিতব।’