• নিদাহাস ট্রফি ২০১৮
  • " />

     

    ক্ষমা চাইলেন রুবেল

    ক্ষমা চাইলেন রুবেল    

    ১৯ তম ওভারে যখন বোলিংয়ে আসলেন, ভারতের দরকার ১২ বলে ৩৫ রান। শেষ ওভারে লড়াইয়ের জন্য বাংলাদেশকে বড় পুঁজি এনে দেবেন, এই বিশ্বাসেই হয়ত ইনিংসের সেরা বোলার রুবেল হোসেনের হাতে বল তুলে দিয়েছিলেন সাকিব। কিন্তু বিধিবাম, সেই রুবেলের ওভারেই দিনেশ কার্তিক নিলেন ২২ রান। এই কার্তিকই পরের ওভারের শেষ বলে ছয় মেরে হৃদয় ভাঙলেন বাংলাদেশের। ম্যাচ শেষে নিজের ওই ওভারের জন্য ক্ষমা চেয়েছেন রুবেল।

    নিজের প্রথম ৩ ওভারে রুবেল দিয়েছিলেন মাত্র ১৩ রান, নিয়েছিলেন সুরেশ রায়না ও লোকেশ রাহুলের উইকেটও। কার্তিকের সামনে অবশ্য অসহায়ই লেগেছে রুবেলকে। ২ ছয় ও ২ চারে ওই ৬ বলেই ম্যাচ ফসকে গেছে বাংলাদেশের হাত থেকে।

    তার জন্যই প্রায় হেরে যাওয়া ম্যাচে জয় পেয়েছে ভারত, সেটা একদমই মানতে পারছেন না রুবেল, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারন বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’