• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'এবারই আমার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ'

    'এবারই আমার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ'    

    সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টের ফাইনাল মানেই যেন আর্জেন্টিনার কাছে ‘বিভীষিকা’। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসিদের কান্না দেখেছে ফুটবল বিশ্ব। দরজায় কড়া নাড়ছে এবারের বিশ্বকাপ। মেসি বলছেন, রাশিয়াতেই বিশ্বকাপ উঁচিয়ে ধরার শেষ সুযোগ তার সামনে।

     

     

    পরপর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে পরাজয়ের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন মেসি, ‘এরকম ম্যাচের জন্য বহুবার কেঁদেছি। দেশের হয়ে স্বপ্নপূরণ না করার কষ্টটা এখনও আছে। ওই তিন ফাইনালের পরাজয় মেনে নেওয়া কঠিন ছিল। বারবার ফাইনালে উঠেও আমরা পারছি না।’

    এই জুনেই ৩১ এ পা দেবেন মেসি। দলের অন্য তারকা ফুটবলারদের বয়সও বিশ্বকাপ শুরুর সময় ৩০ ছাড়িয়ে যাবে। সার্জিও আগুয়েরো, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েনদের নিয়ে গড়া এই দলের এটাই বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ, মানছেন মেসি, ‘আমরা যদি এবার বিশ্বকাপ জিততে না পারি, তাহলে হয়ত আর কখনোই পারব না। বিশ্বকাপ জেতাটা আমাদের সবার কাছেই স্বপ্নের মতো। এবার সেটা আরও কয়েকগুণ বেড়ে গেছে।’

    বিশ্বকাপের বাকি আর ৩ মাস। এবার ভালকিছু করার প্রত্যাশা নিয়েই রাশিয়া যাবেন মেসি, ‘আমি সবাইকে বলতে চাই, ২০১৪ বিশকাপে যেমন খেলেছি, এবারো সেরকম খেলার চেষ্টা করব। শুধু এবার বিশ্বকাপটা জিততে চাই, সেটা আমার ও দেশের সবার স্বপ্ন।’