শেখ জামাল ও মোহামেডানের সুপার লিগের সমীকরণ
আবাহনী, রুপগঞ্জ, দোলেশ্বর সুপার লিগ নিশ্চিত করেছিল আগেই। ১১তম রাউন্ডের প্রথম দিনের খেলায় শেষ বলে ম্যাচ জিতে সেটা নিশ্চিত করেছে খেলাঘর, সঙ্গে ম্যাচ জিতে সুপার লিগ গেছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপও। গ্রুপ-পর্বের শেষদিন তিনটি ম্যাচ, এর মাঝে রুপগঞ্জ ও অগ্রণী ব্যাংকের ম্যাচে সুপার লিগের কোনও হিসাবনিকাশ নেই।
ঢাকা প্রিমিয়ার লিগের নিয়ম হচ্ছে- ১২ দলের মধ্যে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগে, ৯, ১০ ও ১১ নম্বর দল খেলবে রেলিগেশন লিগ, ১২ নম্বর দল সরাসরি রেলিগেটেড হয়ে যাবে। ৭ ও ৮ নম্বরে থাকা দল থাকবে চুপচাপই, সুপার লিগও নেই, রেলিগেশন লিগের চিন্তাও নেই!
শেষ দিনে তাই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান ও শেখ জামালের জন্য। শেখ জামালের (১০) প্রতিপক্ষ ৮ পয়েন্ট পাওয়া ব্রাদার্স, এ ম্যাচে ধানমন্ডির ক্লাব শেখ জামাল জিতলে তারা সরাসরিই উঠে যাবে সুপার লিগে। তাদের ম্যাচটি আজ সকালে ফতুল্লায়।
বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ এরই মাঝে রেলিগেটেড হয়ে যাওয়া কলাবাগান। সুপার লিগে যেতে হলে মোহামেডানকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শেখ জামাল-ব্রাদার্সের ম্যাচের দিকেও। এ মৌসুমে একমাত্র টাই ম্যাচের অংশ হওয়ায় মোহামেডানের পয়েন্টটা বিজোড়, ৯। নিজেদের জয়ের সঙ্গে শেখ জামাল হারলেই শুধু তাই শিঁকে ছিঁড়বে মোহামেডানের।
আর শেখ জামাল ও মোহামেডান- দুই দলই যদি নিজ নিজ ম্যাচে হেরে যায়- তাহলে আবার কপাল খুলবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।
মোহামেডান হারলে শুধু সুপার লিগের আশাই ছাড়তে হবে না তাদের, পড়তে হবে রেলিগেশন লিগ খেলার খপ্পড়েও।