• সিরি আ
  • " />

     

    আস্তোরির নামে ফিওরেন্টিনার অনুশীলন মাঠ

    আস্তোরির নামে ফিওরেন্টিনার অনুশীলন মাঠ    

    তার আকস্মিক মৃত্যুর শোক ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বকে। ফিওরেন্টিনা এখনো তাদের অধিনায়ক ডেভিড আস্তোরিকে হারানোর ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি। আস্তোরির স্মরণে গত দুই সপ্তাহে অনেক কিছুই করছে ক্লাবটি। ফিওরেন্টিনা প্রেসিডেন্ট মারিও কগনিগ্নি এবার ঘোষণা দিলেন, ক্লাবের অনুশীলন মাঠের নামটাও প্রয়াত আস্তোরির নামেই রাখা হবে।

     

     

    আস্তোরির মৃত্যুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো মাঠে নেমেছিল ফিওরেন্টিনা। আবেগঘন সেই ম্যাচের ১৩ মিনিটে থমকে গিয়েছিল পুরো স্টেডিয়াম। কান্নায় ভেঙে পড়েছিলেন ফুটবলার, ও সমর্থকরাও। এর আগে আস্তোরির চলে যাওয়ার পরপরই ১৩ নম্বর জার্সি চিরদিনের জন্য তুলে রাখারও ঘোষণা দিয়েছিল ক্লাবটি।

    ফিওরেন্টিনা প্রেসিডেন্ট আস্তোরির স্মৃতি চিরদিন অম্লান রাখতে চান, ‘গত দুই সপ্তাহ আমরা খুব কঠিন সময় পার করেছি। আমরা নিজেদের অনুশীলনের মাঠের নামটা আস্তোরির নামে রাখতে চাই, এখন থেকে এটাকে ‘ডেভিড আস্তোরি স্পোর্টস সেন্টার’ হিসেবেই ডাকা হবে। এটা তার ঘর ছিল। তার স্মৃতি ধরে রাখার এটা ক্ষুদ্র প্রয়াস মাত্র।’