অতিরিক্ত চকলেট খাওয়াতেই বমি হতো মেসির!
ঘটনাটা বছর পাঁচেক আগের। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময় বমি করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ অবশ্য দাবি করেছিলেন, উচ্চতার জন্যই এই অবস্থা। পরের বছর রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ চলার সময়ও ঘটে একই ঘটনা। এত বছর পর মেসি খোলাসা করলেন সেই অসুস্থতার ‘রহস্য’। অতিরিক্ত চকলেট ও কোমল পানীয় খাওয়াতেই নাকি ম্যাচের সময় বমি হতো তার!
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্যই ম্যাচের সময় অসুস্থ হয়ে পড়তেন মেসি, ‘বমি হওয়ার সময়ে আমি সমস্যাটা বুঝতে পারি। আগে আমার খাদ্যাভ্যাস ভালো ছিল না। ২২-২৩ বছর বয়সে প্রচুর চকলেট, বিস্কুট ও কোমল পানীয় খেতাম। এসবের প্রভাব আমার শরীরে ভালোমতোই পড়েছিল। ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় মাঝেসাঝেই বমি হত, অসুস্থ হয়ে পড়তাম।’
সময়ের সাথে সাথে অবশ্য শরীরের প্রতি আরও যত্নবান হয়েছেন মেসি, ‘আগের সেই অভ্যাসগুলো এখন নেই। মাছ, ভাত, সবজি, সালাদ এসবই বেশি খাই, মাঝে মধ্যে ওয়াইনও। ডায়েট মেনে চলি। সবকিছু নিয়মের মাঝেই আছে, তাই কোনো সমস্যাও হয় না।’