সালাহর গোলে ভক্তদের ফোনে ফ্রি মিনিট!
এই মৌসুমে তার ফর্ম এক কথায় অবিশ্বাস্য। মিশরকে বিশ্বকাপে নিয়ে গেছেন, লিভারপুলকেও বহু জয়ের নায়কও তিনি। লিভারপুলের ম্যাচে মোহামেদ সালাহর গোল উদযাপন এখন প্রিমিয়ার লিগের নিয়মিত দৃশ্য। বিখ্যাত মোবাইল কোম্পানি ভোডাফোন সালাহর এই ফর্মকেই কাজে লাগানোর অভিনব এক পদ্ধতি বের করেছে। সালাহ গোল পেলেই ফোন কোম্পানিটি তাদের ব্যবহারকারীদের দেবে ফ্রি মিনিট!
সব টুর্নামেন্ট মিলিয়ে এই মৌসুমে লিভারপুলের জার্সি গায়ে করেছেন রেকর্ড ৩৬ গোল। যে দুর্দান্ত ফর্মে আছেন, বাকি ম্যাচেও যে বহুবার জালে বল জড়াবেন, সেটা আশা করাই যায়। ভোডাফোন জানিয়েছেন, যতবার সালাহ গোল করবেন, মিশরীয় ব্যবহারকারীদের জন্য থাকবে ১১ মিনিট ফ্রি টকটাইম! এই সুবিধা পাওয়ার জন্য অবশ্য ম্যাচের আগেই তাদের এই বিশেষ অফারের জন্য নিবন্ধন করতে হবে।
সামনেই পর্তুগাল ও গ্রিসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর ৩১ ম্যাচ আবারও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের হয়ে মাঠে নামবেন। মিশরীয়রা হয়ত নিজেদের ফোন হাতে নিয়েই বসে থাকবেন ম্যাচের দিনগুলোতে! ফ্রি মিনিট কি হাতছাড়া করা যায় বলুন?