ইউনাইটেড ছাড়লেন ইব্রাহিমোভিচ
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তিটা ছিল এই বছরের জুন পর্যন্ত। এর আগেই দুই পক্ষের সমোঝোতার ভিত্তিতে শেষ হলো সেই চুক্তি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন ইব্রাহিমোভিচ।
ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা কোথায় হবে সেটা নিশ্চিতভাবে জানা না গেলেও, যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনাই তার সবচেয়ে বেশি। সবকিছু ঠিকঠাক থাকলে মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সিতে যোগ দেবেন তিনি।
৩৬ বছর বয়সী স্ট্রাইকার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন আগের মৌসুমে। এরপর ইনজুরির কারণে এই মৌসুমে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন তিনি। ইউনাইটেডের হয়ে ৫৩ ম্যাচে ২৯ গোল করেছিলেন তিনি।