• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রোনালদো ২:১ সালাহ

    রোনালদো ২:১ সালাহ    

    পর্তুগাল বনাম মিশর, তাও আবার প্রীতি ম্যাচ। এই দুই দলের খেলা নিয়ে বোধ হয় আর কয়েকদিন আগেও খুব বেশি আগ্রহ দেখাতো ফুটবলপ্রেমীরা। কিন্তু গতবছর যেভাবে মোহাম্মদ সালাহ একাই মিশরকে বিশ্বকাপে নিয়ে গেছেন এরপর তো আর আর তাদের ছোট করে দেখার উপায় নেই! জাতীয় দল তো বটেই, লিভারপুলের হয়েও তো মোহাম্মদ সালাহ মাঠ প্রতি সপ্তাহেই শিরোনাম হচ্ছেন ইউরোপিয়ান ফুটবলেও। পর্তুগাল মিশরের ম্যাচটা তাই দুই দেশের চেয়েও বেশি করে হয়ে উঠেছিল দুই খেলোয়াড়ের লড়াই, ক্রিশ্চিয়ানো রোনালদো আর সালাহর। সেই ম্যাচেই সালাহর হাসি কেড়ে নিয়ে পর্তুগালকে জিতিয়েই ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।



    ম্যাচটাকে কেন দুইজন খেলোয়াড়ের লড়াই বলা হচ্ছিল তার প্রমাণ মিলেছে আজ। ৫৬ মিনিটে ডিবক্সের ঠিক বাইরে থেকে গোল করে সালাহই এগিয়ে নিয়েছিলেন দলকে। ৭৮ মিনিটে যখন সালাহ বদলি হয়ে মাঠ ছাড়ছিলেন তখনও মিশর ঐতিহাসিক একজয়ের স্বপ্নেই বিভোর ছিল। ৯০ মিনিট পর্যন্তও সেই স্বপ্নটা চাঙাই ছিল মিশরের। 

    কিন্তু রোনালদো বাধ সাধলেন, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা তার চেয়ে ভালো কার আছে? অসম্ভবকে সম্ভব করাই তো তার কাজ! নির্ধারিত সময়ের পর যোগ করা হয়েছিল ৪ মিনিট। প্রথম মিনিটেও এক গোলে পিছিয়েই ছিল পর্তুগাল। ৯২ মিনিটে বাঁ দিক থেকে করা রিকার্ডো কারেসমার ক্রসে মাথা ছুঁয়ে মিশরীয়দের হৃদয়ে প্রথম ছুরিটা মারলেন রোনালদোই। মিশর গোলরক্ষক সেনাওই প্রায় ধরেই ফেলেছিলেন বলটা, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। ম্যাচে তখন সমতা ১-১ গোলে। 


    রোনালদোর কাজ তখনও বাকি। শেষ মিনিটে একটা ফ্রি পেয়ে গেল পর্তুগাল। এবারও শট নিলেন কারেসমাই। আবারও ডিবক্সের ভেতর পাঠালেন বল, রোনালদো লাফিয়ে উঠলেন, মাথা ছোঁয়ালেন বলে, গোল! হারতে বসা ম্যাচটা পর্তুগালকে একাই জিতিয়ে দিলেন রোনালদো! দুইজনের লড়াইয়ে এ যে এখনও অনেক ফারাক আছে হয়ত সেটাও প্রমাণ করে দিলেন পর্তুগিজ অধিনায়ক।