ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে মন্তব্যে অস্ট্রেলিয়ার প্রতিবাদ
স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুইন্টন ডি ককের সাথে প্রায় হাতাহাতি লেগে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের। প্রথম টেস্টের সেই ঘটনা গড়িয়েছিল বহুদূর। এবার প্যাভিলিয়নে ফেরার পথে ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছে কেপটাউনের এক দর্শক। অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান জানিয়েছেন, দর্শকের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়া।
কাগিসো রাবাদার বলে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন ওয়ার্নার। দর্শকসারি থেকে একজন উঠে এসে ওয়ার্নারকে কিছু একটা বলেছিলেন। ওয়ার্নার সেদিকে ফিরে তাকালেও আর কিছু করেননি। পরে লেম্যান জানান, ওয়ার্নারের স্ত্রীকে নিয়েই বাজে মন্তব্য করেছিল সে, ‘এটা রীতিমত জঘন্য ব্যাপার। পৃথিবীর কোনো দেশেই স্টেডিয়ামের দর্শকদের থেকে একজন ক্রিকেটারের পরিবার নিয়ে এমন মন্তব্য আশা করা যায় না। মজা করা এক জিনিস। কিন্তু দর্শকরা এখানে সীমা অতিক্রম করেছে।’
এই সিরিজে মাঠে ও মাঠের বাইরে বহু ঘটনাই বিতর্কের জন্ম দিয়েছে। তবে দর্শকের এমন আচরণ সবকিছুকেই ছাড়িয়ে গেছে বলে মানছেন লেম্যান, ‘সব মাঠেই ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করা হয়। যখন সেটা সীমা অতিক্রম করে তখনই বিপদ। পরিবারকে এসবের বাইরের রাখা উচিত। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে এরকম ব্যবহার ক্ষমার অযোগ্য। সিরিজে অনেক কিছুই ঘটেছে। অন্য ঘটনার মতো এটারও তদন্ত হবে আশা করি।’
ম্যাচের প্রথম দিন ওয়ার্নার ও তার স্ত্রীর ছবি সম্বলিত অশালীন পোশাক পরে মাঠে এসেছিলেন ৩ সমর্থক। এই পোশাক পরিবর্তনে রাজি না হওয়ায় তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।