কলম্বিয়া ম্যাচ থেকে শিক্ষা নিতে চায় ফ্রান্স
কলম্বিয়ার কাছ থেকেই শিক্ষা নিতে চায় ফ্রান্স
ঘরের মাঠে কলম্বিয়াকে প্রথম আধ ঘণ্টায় দুই গোল দিয়ে ম্যাচটা একরকম একপেশে বানিয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু কলম্বিয়ার হার না মনোভাবের কাছেই শেষ পর্যন্ত হেরে গেছে তারা। এমন হারের পর দলের পারফরম্যান্সে চটেছেন অধিনায়ক হুগো লরিস, "প্রথম আধ ঘন্টা আমরা ভালোই খেলেছি। দ্বিতীয়ার্ধে কেমন একটা আয়েশি ভঙ্গি চলে আসলো আমাদের মধ্যে। দলের খেলায় আমি খুবই রেগে আছি। আমরা বিশ্বকাপ জিততে চাই, কিন্তু আমরা আজ সেরকম কোনো ইঙ্গিতই দিতে পারলাম না। আমাদের নিজেদের নিয়ে আবারও ভাবা উচিত। এই কলম্বিয়া দলে হয়ত তেমন তারকা নেই, কিন্তু তারাই আজ দল হিসেবে খেলেছে।"
অধিনায়কের সুরেই কথা বলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও, "কীভাবে আগ্রাসী ফুটবল খেলতে হয় সেটা কলম্বিয়াকে দেখেই আমাদের শেখা উচিত। সময় নিয়ে আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করতে হবে। নিজেদের স্ট্যান্ডার্ড আরও ওপরে ওঠাতে হবে। কোনো অজুহাতেই কাজ হবে না। ঘরের মাঠে হেরে যাওয়াটা মজার কিছু না।"
দলের উন্নতি দেখছেন সাম্পাওলি
লিওনেল মেসি ছিলেন না, অধিনায়ককে ছাড়াই আর্জেন্টিনা হারিয়েছে ইতালিকে। ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনে নতুন এক আর্জেন্টিনা দলই নামিয়েছিলেন হোর্হে সাম্পাওলি। সেই দল নিয়ে ইতালিকে হারিয়ে দেওয়াটা আর্জেন্টিনা কোচ দেখছেন উন্নতি হিসেবে। এখন এই ভীতের ওপরই কাজ করে শক্তিশালী একটা দল নিয়ে রাশিয়া যেতে চান তিনি। "দলে ভারসাম্য ছিল। যারা সুযোগ পেয়েছে সবাই সেটা কাজে লাগিয়েছে। এখন এই ভীতের ওপরই কাজ করে যেতে হবে। দল হিসেবে উন্নতিই হয়েছে আমাদের।"- ম্যাচের পর জানিয়েছেন সাম্পাওলি।
মেসির সাথে স্ট্যান্ডে বসে পুরো ম্যাচে দেখেছেন সার্জিও আগুয়েরোও। তার জায়গায় আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছিলেন গঞ্জালো হিগুয়াইন। সাম্পাওলি আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর এর আগে মাত্র একবার দলে ডাক পেয়েছিলেন তিনি। বাছাইপর্বে দুর্দশা কাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে আবারও হিগুয়াইনকে দলে নিয়েছেন সাম্পাওলি। পুরো দলের খেলায় সন্তুষ্ট হলেও, হিগুয়াইনই আলাদা করে ভরসা যুগিয়েছেন আর্জেন্টিনা কোচকে। ম্যাচ শেষে আলাদা করে হিগুয়াইনের কথাই বলেছেন তিনি, "হিগুয়াইন অনেকগুলো আক্রমণে নেতৃত্ব দিয়েছে। আর দ্বিতীয় গোলের পাসটা তো ওরই দেওয়া ছিল।"
ওয়াকারকে নতুন পজিশনে খেলানোর ব্যখ্যা দিলেন সাউথগেট
গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে কাইল ওয়াকারকে থ্রি মেন ডিফেন্সের রাইট ডিফেন্ডার হিসেবে নামিয়েছিলেন ইংল্যান্ড কোচ। পরে ম্যাচ শেষে গ্যারেথ সাউথগেটই কারণটা জানিয়েছেন, "ম্যানচেস্টার সিটিতে স্টোনসের সাথে ওর জুটিটা ডান দিকেই হয়। আর বেশিরভাগ সময় তো ও ডান দিকে রক্ষণের কাজও করে। এই জুটির যেহেতু নিয়মিত অনুশীলন হয় সেই সুযোগটাই নিয়েছি।"