বিশ্বকাপের বল নিয়ে খুশি নন স্টেগান-ডি গেয়া
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এরই মাঝে উন্মোচিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের অফিশিয়াল বলও। তবে ফিফা নির্বাচিত ওই বলে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন স্পেন ও জার্মানির গোলরক্ষক ডেভিড ডি গেয়া ও টের স্টেগান।
গত নভেম্বরে ‘অ্যাডিডাস টেলস্টার ১৮’ নামের বল উন্মোচন করে ফিফা। ১৯৭০ ও ১৯৭৪ সালের বলের আদলে তৈরি করা বলটি ব্যবহার করা হয়েছে গত সপ্তাহের আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও।
স্পেন-জার্মানি ম্যাচে দুই দলের গোলরক্ষকই কিছুটা সমস্যায় পড়েছেন নতুন এই বল নিয়ে। ডি গেয়া মনে করেন, বলটা আরও ভালো হতে পারত, ‘ব্যাপারটা খুব অদ্ভুত। বলটা তো আরও ভালোভাবে তৈরি করা যেত। বিশ্বকাপে এই বলে গোলরক্ষকদের অনেক সমস্যাই হবে।’
স্টেগান অবশ্য বলের সাথে মানিয়ে নেওয়ার কথাই বলছেন, ‘বল অনেক বেশি দিক পরিবর্তন করে। বিশ্বকাপের বেশি দেরি নেই। এখন এটার সাথে মানিয়ে নিতেই হবে টুর্নামেন্ট শুরুর আগে। আমাদের হাতে আর কোনো উপায়ও নেই।’
এদিকে স্পেনের আরেক গোলরক্ষক পেপে রেইনা কিন্তু বল পরিবর্তন করতেই বলছেন, ‘এই বলে গোলরক্ষকদের অনেক বেশি অসুবিধা হবে। এখনো সময় আছে, ফিফা বল পরিবর্তন করুক।’