• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মেসির জন্য বিশ্বকাপ মাথায় বন্দুক ঠেকানোর মতো

    মেসির জন্য বিশ্বকাপ মাথায় বন্দুক ঠেকানোর মতো    

    কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন তিনবার, ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের শিরোপারও খুব কাছাকাছি গিয়ে ফেরত এসেছেন গতবার- আর্জেন্টিনার জার্সি গায়ে লিওনেল মেসির শিরোপার তাক থেকে গেছে খালি। এবার রাশিয়াতেও যাচ্ছেন একই লক্ষ্য নিয়ে, যদি ছুঁয়ে দেখা যায় বিশ্বকাপ শিরোপা! নিজ দেশ আর্জেন্টিনায় চাপ আছে, মেসির ওপর আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার চাপটা আছে আসলে পুরো বিশ্বের কাছ থেকেই। সমর্থকদের এই চাপই মেসিকে তার খেলা উপভোগ করতে দিচ্ছে না, বিশ্বকাপে খেলতে নামাটা তাই একরকম তার মাথায় বন্দুক ঠেকিয়ে শিরোপা আদায় করার মতো দাঁড়িয়েছে- আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির চোখে পরিস্থিতিটা এমনই লাগছে। 

    আগামী মাসে বের হচ্ছে সাম্পাওলির লেখা বই, সেখানেই এসব বলেছেন তিনি। প্রকাশ হওয়ার আগে বইয়ের অংশবিশেষ ছাপা হয়েছে 'ভিভা'তে। "মেসির মাথায় একটা বন্দুক ঠেকানো হয়েছে। সেই বন্দুকের নাম বিশ্বকাপ। যদি জিততে না পারে তাহলে ওটা দিয়ে গুলি করা হবে তার মাথায়।" - লিখেছেন সাম্পাওলি। আশা-প্রত্যাশার সমীকরণ মেলাতে গিয়ে খেলাটাই উপভোগ করতে পারছেন মেসি, "এ কারণেই সে তার প্রতিভা তুলে ধরতে পারছে না। জাতীয় দলকে ঘিরে মেসির ব্যাপারে যেসব নেতিবাচক ধারনা তৈরি হয়েছে সেটা ওর খেলারই ক্ষতি করছে।"

    "এই মুহুর্তে আমি ইতিহাসের সেরা খেলোয়াড়ের কোচ। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যে গত ১০ বছর ধরে সেরা খেলোয়াড়।"      

    আগামীকাল স্পেনের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ইতালির সঙ্গে ম্যাচের ঠিক আগে ইনজুরির কারণে খেলতে না পারলেও আগামীকালের ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে মেসির। মাদ্রিদে দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছিলেন। সাম্পাওলির খাতাতেও সম্ভাব্য একাদশের পাতায়  দেখা গেছে মেসির নাম।